স্পোর্টস ডেস্ক: ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ম্যাচ ছেড়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে।
ক্রীড়ামন্ত্রীর সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন, তখনকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তবে ক্রীড়ামন্ত্রীর সেই অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে শ্রীলংকা সরকার।
২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল কি না, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লংকান ক্রীড়া মন্ত্রণালয়। এক বিবৃতিতে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপেরুমা জানান, দুই সপ্তাহ পরপর তদন্তের অগ্রগতির প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নয় বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলংকা। ১০ বল বাকি থাকতে ছয় উইকেটের জয় তুলে নেয় ভারত। ঘরে তোলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা।
এতদিন পর গত বৃহস্পতিবার (১৮ জুন) সেই ম্যাচ নিয়ে অভিযোগ তোলেন সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে।
স্থানীয় একটি টিভি চ্যানেলে তিনি দাবি করেন, শ্রীলংকার বেশ কয়েকজন খেলোয়াড় তাতে জড়িত ছিলেন। দ্রুত প্রতিক্রিয়া জানান মাহেলা জয়াবর্ধনে ও দলকে সেই ম্যাচে নেতৃত্ব দেয়া কুমার সাঙ্গাকারা। জয়াবর্ধনে প্রমাণ দিতে বলেন আলুথগামাগেকে। সাঙ্গাকারা উড়িয়ে দেন তার অভিযোগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।