স্পোর্টস ডেস্ক: ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছা করেই হেরেছিল শ্রীলংকা। এমনই এক অভিযোগ করেছেন শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে।
আলুথগামাগের দাবি, ভারতের কাছে শ্রীলংকা বিশ্বকাপ ‘বিক্রি’ করে দিয়েছিল সেসময়। কিন্তু দেশের সম্মানের স্বার্থে তিনি এর বেশি কিছু বলবেন না বলে জানিয়েছেন তিনি।
তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ না দিলে বিপদেই পড়ে যাবেন ওই ক্রীড়ামন্ত্রী।
সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগের ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করার কথা বলেছেন ২০১১ বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া সাবেক লংকান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। এটা কোন হেলাফেলা অভিযোগ নয় বলে মন্তব্য করেন তিনি।
মেরিলোবিন ক্রিকেট ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট সাঙ্গাকারার মতে, আইসিসির দুর্নীতি দমন কমিটির (আকসু) এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করার পূর্ণ অধিকার আছে।
সাঙ্গাকারা বলেন, এটা খুবই বড় একটা অভিযোগ। মাহিন্দানন্দ বলছেন, তার কাছে প্রমাণ আছে। সেগুলো তাহলে আকসুকে এবং আইসিসির কাছে দিতে হবে। এরপর তারা তদন্ত করে দেখবে তা সত্য না মিথ্যা।
প্রসঙ্গত, কিছু দিন আগে শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ছিল সাজানো। আমি যা বলেছি তাতে এখনও অনড়। দায়িত্ব নিয়েই বলেছি আমি। এটা আমার দায়িত্বের মেয়াদেই ঘটেছে। এর স্বপক্ষে প্রমাণও আছে আমার কাছে। কিন্তু আমি দেশের মর্যাদার কথা ভেবে বিস্তারিত কিছু বলবো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।