বিরাটের ফিটনেস
কড়া ডায়েটের পাশাপাশি শৃঙ্খলাপরায়ন জীবন বেছে নিয়েছেন তিনি। তিনি অধিনায়ক থাকাকালীন ফিটনেসের ভূত তিনি দলের বাকি সদস্যদের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন। বর্তমানে ভারতীয় দলের সব প্লেয়ার ফিট। মেদহীন শরীর। এই কারণে. চোট আঘাতের সংখ্যাও বর্তমানে অনেকটাই কম। ক্রিকেটের সংখ্যা বাড়লেও প্লেয়াররা ফিটনেস ধরে রেখেছেন। তবে বিরাট শুধু একা নন। তাঁর দাদা বিকাশ কোহলিও ফিটনেস নিয়ে খুব সিরিয়াস। রীতিমত বিরাটের মত শরীর বানিয়েছেন তিনি।
জিম বয়
অধিকাংশ সময় জিমেই কাটান বিকাশ কোহলি। শোনা যায়, বিরাট কোহলি দাদাকে দেখেই শরীর বানানোর অনুপ্রেরণা পান। বিরাটের থেকেও ভালো চেহারা রয়েছে তাঁর দাদার। জিমের একাধিক ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
সেলফি
শরীর চর্চার পাশাপাশি সেলফি তোলাতেও দক্ষ তিনি। অধিকাংশ ছবি তাঁর সেলফি। বিশেষ করে শরীরের ছবি যখন তোলেন তা নিজেই তোলেন। আয়নার সামনে অধিকাংশ ছবি তুলে থাকেন।
উদ্যোগপতি
একজন সফল ব্যবসায়ী ও উদ্যোগপতি বিকাশ কোহলি। তিনি আমোদ প্রমোদ পছন্দ করেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে দেখা যায় বেশিরভাগ ছবি তাঁর ভ্রমণ অথবা পার্টি করার। শোনা যায় ভারতের বাজারে যখন পোর্শের পানামেরা টার্বো গাড়িটি আসে তার প্রথম অর্ডারটা তিনিই দিয়েছিলেন। যার বর্তমান দান ২.১৩ কোটি টাকা। অর্থাৎ ভ্রমণ, পার্টির পাশাপাশি তিনি জিমটা চালিয়ে যান।
‘নিষিদ্ধ করা হোক করণ জোহরকে!’; কেন বিস্ফোরক মন্তব্য টুইঙ্কল খান্নার?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।