ফিনল্যান্ডকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষা ব্যবস্থার আইডল হিসেবে বিবেচনা করা হয়। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটি সেক্টর বিশ্বব্যাপী সফলতার মুখ দেখেছে। দেশটির বাজেটে শিক্ষা এবং গবেষণার জন্য বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া হয়।
পরিসংখ্যান অনুযায়ী শিক্ষা খাতে দেশটির ব্যয় তাদের মোট জিডিপির পাঁচ থেকে ছয় শতাংশ। পাশাপাশি জিডিপির প্রায় তিন শতাংশ ব্যয় করা হয় গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে। ২০৩০ সালের মধ্যে তারা যেন আরো উঁচু স্থানে উঠতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে দেশের সরকার।
১২ শতক থেকেই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন শুরু হয় যার সুফল বর্তমানে তারা পাচ্ছে। ১৯২১ সালে বড় পরিসরের আধুনিকরণ করা হয়। তখন সার্বজনীন প্রাথমিক শিক্ষা আইন গৃহীত হয়। ১৯৭০ সালে শিক্ষা ব্যবস্থার ধরন একেবারে পাল্টে ফেলা হয়।
প্রথমে শিক্ষার মেয়াদকাল ছয় বছর থেকে নয় বছর পর্যন্ত উন্নীত করা হয়। বাধ্যতামূলক শিক্ষাকে মাধ্যমিক স্তর পর্যন্ত রাখার ব্যবস্থা নেওয়া হয় এবং এ শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে শিক্ষক কেবল একজন দিক-নির্দেশকের ভূমিকায় থাকেন।
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যেন ভালো বোঝাপড়া তৈরি হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হয়। শিক্ষার্থীরা যেন পড়াশোনাকে উপভোগ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে।
ফিনল্যান্ডের শিক্ষার্থীরা সবথেকে বেশি বিরতি পেয়ে থাকে। বাচ্চাদের কঠিন কোন হোম ওয়ার্ক দেওয়া হয় না। এর ফলে তারা বাবা-মার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারে। ফিনল্যান্ডের উচ্চশিক্ষার স্তরে আবার দুটি ভাগ রয়েছে। একটি পলিটেকনিক এবং অন্যটি বিশ্ববিদ্যালয়।
যারা অত্যন্ত মেধাবী তারাই কেবল বিশ্ববিদ্যালয় এ ভর্তি হতে পারেন। অন্যরা পড়াশোনা শেষ করে দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশ করেন। সবথেকে মজার ব্যাপার হলো কোন শিক্ষার্থী চাইলে উচ্চশিক্ষা বাদ দিয়ে দ্রুত কর্মস্থলে প্রবেশ করতে পারে।
ফিনল্যান্ডের শিক্ষকদের যথেষ্ট সম্মান রয়েছে। তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা শিক্ষাকে কেবল চাকরি পাওয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করে না। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন দেশে যেন অবদান রাখতে পারে সেটি বিবেচনা রাখা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।