স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে প্রথম দুই রাউন্ডে রংপুরের অধিনায়ক ছিলেন নাসির। তবে দ্বিতীয় ম্যাচে আম্পায়ারকে গালি দেয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফলে ছিলেন না লিগের তৃতীয় রাউন্ডের একাদশে।
তবে বিশেষ বিবেচনায় তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পান এ ক্রিকেটার। ম্যাচের মাঝপথেই ৯ জন ক্রিকেটারকে ঢাকায় ডেকে পাঠিয়েছে বিসিবি। এ তালিকায় রয়েছেন রংপুরের ক্রিকেটার রিশাদ হাসান। আর তাতেই রিশাদের পরিবর্তে খেলার সুযোগ পান নাসির।
খেলতে নেমেই অবশ্য ঝলক দেখিয়েছেন নাসির। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা এ ক্রিকেটার তুলে নিয়েছেন ফিফটি। প্রথম ইনিংসে রাজশাহীর ২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইতোমধ্যেই ৬২ রানের লিড নিয়েছে রংপুর। ৬ উইকেট হারিয়ে ২৬৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দলটি। নাসির অপরাজিত আছেন ৫৫ রানে। এছাড়া নাসিরের সঙ্গী ধীমান ঘোষ ১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


