এই ১১ জন পেলেন ফিফা বর্ষসেরার মনোনয়ন

স্পোর্টস ডেস্ক: প্রতিবারের মতো এবারো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। কোপা আমেরিকা জিতে জাতীয় দলের দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা মেটানো লিওনেল মেসির সঙ্গে তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহও।

সোমবার ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে ওয়েবসাইটে ১১ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা হওয়ার দৌড়ে যেখানে মেসি-রোনালদোদের সঙ্গে প্রতিযোগীতায় রয়েছেন ইতালির হয়ে ইউরো ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনহো, রবার্ট লেভানদোস্কি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমার মতো তারকারা।

একনজরে ফিফা বর্ষসেরার লড়াইয়ে থাকা ১১ জন:

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি/বার্সেলোনা)

২) ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড/জুভেন্টাস)

৩) নেইমার (ব্রাজিল ও পিএসজি)

৪) জর্জিনিয়ো (ইতালি ও চেলসি)

৫) এনগোলো কন্তে (ফ্রান্স ও চেলসি)

৬) কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও পিএসজি)

৭) মোহামেদ সালাহ (মিশর ও লিভারপুল)

৮) রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

৯) করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)

১০) কেভিন ডে ব্রুইনা (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি)

১১) আর্লিং হালান্ড (নরওয়ে ও বরুশিয়া ডর্টমুন্ড)।