স্পোর্টস ডেস্ক: প্রতিদ্বন্দ্বি ফ্রান্সকে টপকে ফিফা র্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। আজ প্রকাশিত হয়েছে ফিফার এই র্যাংকিং তালিকা।
র্যাকিংয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম ও ব্রাজিল। তবে বিগত নয় বছরের মধ্যে প্রথমবারের মত তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। সম্প্রতি অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে দুই জয় ও এক ড্রয়ের পুরস্কার হিসেবে ইংলিশদের এমন উত্থান।
বাছাইপর্বে এক জয় ও দুই ম্যাচে ড্রয়ের কারণে চতুর্থ অবস্থানে নেমে গেছে ফ্রান্স। তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০টি দেশের তালিকা:
১. বেলজিয়াম
২. ব্রাজিল
৩. ইংল্যান্ড
৪. ফ্রান্স
৫. ইতালি
৬. আর্জেন্টিনা
৭. পর্তুগাল
৮. স্পেন
৯. মেক্সিকো
১০. ডেনমার্ক। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।