আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রাম ও জনপ্রিয় পর্যটন এলাকায় টাইফুনের আঘাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২ জন। খবর রয়টার্স’র।
ভয়াবহ টাইফূন ফানফোনের আঘাতে বুধবার (২৫ ডিসেম্বর) ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটির। হাজার হাজার মানুষ এখনও ঘর-বাড়ির বাইরে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি মেরামত করছে কর্তৃপক্ষ।
টাইফূন ফানফোনে স্থানীয়ভাবে টাইফূন উরসুলা নামে পরিচিত। বুধবার দেশটির সামার প্রদেশের পূর্বাঞ্চলে ১৫০ কি.মি. বাতাসের গতিবেগ নিয়ে স্থলে আঘাত হানে টাইফূনটি। টাইফূনের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ টাইফূনের আঘাতে ১ লক্ষ ৮৫ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রায় ৪৩ হাজার স্থানীয় বাসিন্দা আশ্রয় কেন্দ্রে রাত কাটান। প্রায় ২০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা ও প্রশমন কেন্দ্র জানায়, অন্তত ১৪৭টি মফস্বল শহরে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে শুক্রবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।