ফিলিপাইন্সের নার্সদের গণপদত্যাগের হুমকি

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কাজের চাপ কমানো ও সরকারের প্রতিশ্রুত অর্থ আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন ফিলিপাইন্সের স্বাস্থ্যকর্মীরা৷ পয়লা সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন তারা৷ খবর ডয়চে ভেলে’র।

ডেলটা ভ্যারিয়েন্টের প্রকোপে ফিলিপাইন্সে কোভিড সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে৷ হাসপাতালগুলো রোগীতে ভর্তি৷ রাত-দিন টানা পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ছেন নার্সরা৷ এমন অবস্থায় সরকারের প্রতিশ্রুত অর্থ না পেলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তারা৷

গত বছর মহামারির শুরুর দিকেই স্বাস্থ্যকর্মীদের জন্য ঝুঁকি ভাতা ঘোষণা করেছিল ফিলিপাইন্স সরকার৷ বলা হয়েছিল, যাতায়াত ও থাকার খরচ হিসেবে এই অর্থ প্রদান করা হবে৷ কিন্তু স্বাস্থ্যকর্মীদের ইউনিয়ন বলছে, এখন পর্যন্ত এই ভাতা তারা পাননি৷

দেশটির অ্যালায়েন্স ফর হেলথ ওয়ার্কার্স-এর প্রেসিডেন্ট রবার্ট ম্যানডোজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমাদের অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ এবং অনেকে পদত্যাগ করেছেন বা অবসরে যাচ্ছেন, আর এখনো স্বাস্থ্য বিভাগের কাছে আমাদের পাওনার জন্য নতজানু হয়ে থাকতে হচ্ছে৷’’

স্বাস্থ্যকর্মীদের ইউনিয়নের সতর্কতা এবং নার্সদের পদত্যাগের হুমকির পর প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে তাদের অর্থ পরিশোধের জন্য গত ২১ আগস্ট স্বাস্থ্য ও বাজেটমন্ত্রীকে ১০ দিন সময় বেঁধে দেন৷ সেই সময়সীমা শেষ হচ্ছে ১ সেপ্টেম্বর৷ কিন্তু এদিনও তাদের জন্য কোনো সুখবর আসেনি বলে জানান আন্দোলনরত কর্মীরা৷ রয়টার্সকে নিকো ওবা নামের একজন নার্স বলেন, ‘‘সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভাতা দিবে৷ কিন্তু এখন পর্যন্ত দেয়নি৷ আমাদের এতটাই করুণ পরিস্থিতি যে সরকারের কাছে আমাদের ভিক্ষা চাইতে হচ্ছে৷’’

পাশাপাশি উন্নত কর্মপরিবেশ ও চাপ কমাতে আরো স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার দাবিও জানিয়ে আসছে নার্সদের সংগঠন৷

এশিয়াতে চীনের বাইরে করোনায় প্রথম মৃত্যু ঘটেছিল ফিলিপাইন্সে৷ এরপর এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাস সাড়ে ৩৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷ এর মধ্যে স্বাস্থ্যকর্মী মারা গেছেন ১০৩জন৷ ফিলিপাইন্সে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে৷ একদিনে রেকর্ড ২২ হাজার ৩৬৬ জন শনাক্ত হয়েছেন গত সোমবার৷ করোনা ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য গত বছর থেকেই প্রেসিডেন্ট দুতার্তের পদত্যাগের দাবি রয়েছে৷ সম্প্রতি এক নিরীক্ষায় করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার খরচে অনিয়মের অভিযোগ উঠায় সেই দাবি আবারও চাঙা হয়েছে৷