জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করার শামিল হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘চলমান সংঘাতকে আরও উৎসাহিত করতে জাতিসংঘের কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এটা হবে নৃশংসতার জন্য হামাস সন্ত্রাসীদের কাছে তুলে দেওয়া অনেক বড় পুরস্কার। এটি হবে ৭ অক্টোবরসহ অন্য সব ভয়াবহ নৃশংসতার পুরস্কার।’
এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ একাধিক প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে প্রায় দুই বছর ধরে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা এ অধিবেশনে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা যেন অন্যদের মতো একই পদক্ষেপ নেয়। হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’
বর্তমানে জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র বারবার ভেটো প্রয়োগ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া থেকে বিরত রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।