আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলের পুলিশের সাথে ফিলিস্তিনীদের সংঘর্ষে অন্তত ১৫২জন আহত হয়েছেন৷ রাবার বুলেট এবং পুলিশের লাঠিপেটায় তারা আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট৷ খবর ডয়চে ভেলে’র।
গত দুই সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন শহরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে৷ এর প্রেক্ষিতে শুক্রবার সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল দেশটির পুলিশ৷
এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানায়, শুক্রবার ফযরের নামাযের পর ফিলিস্তিনীরা ইসরায়েলি পুলিশ এবং ওয়েস্টার্ন ওয়ালের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাথর ও পটকা নিক্ষেপ করে৷ এমন পরিস্থিতিতে পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে তাদেরকে ছত্রভঙ্গ করে পেছন দিকে ধাওয়া করে এবং সেখানে থাকা অন্যান্য মুসল্লিদের নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করে৷ এসময় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে৷
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টুইটে জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় কয়েকশ ফিলিস্তিনীকে আটক করেছে পুলিশ৷ তিনি বলেন, ‘‘আমরা টেম্পল মাউন্টসহ পুরো ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি৷ সেইসাথে যেকোনো পরিস্থিত মোকাবিলার জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি৷”
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জরুরি ভিত্তিতে আস্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন৷’’ অন্যদিকে হামাস বলেছে, এই পরিণতির দায় ইসরায়েলের৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।