Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ফিলিস্তিনের অবস্থাও আলোচনায় আনতে হবে
জাতীয়

ফিলিস্তিনের অবস্থাও আলোচনায় আনতে হবে

Tomal IslamMarch 2, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য জীবন দিয়েছেন। ফিলিস্তিনের অবস্থাও যে এ রকম, সেটা আমাদের গণ্য করতে হবে, সেটাও আমাদের আলোচনার মধ্যে আনতে হবে।

শনিবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, পৃথিবীতে কিছু রাষ্ট্র আছে, আর কিছু টেরিটরি বা ভূখণ্ড আছে। তার মধ্যে অন্যতম হলো ফিলিস্তিন ভূখণ্ড। ফিলিস্তিনের আলাদা একটি পতাকা আছে। পতাকা মানুষের, দেশের বা রাষ্ট্রের পরিচয় দেয়। কিন্তু, ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র নেই।

তিনি বলেন, ইসরায়েলে হামাস আক্রমণ করার সাথে সাথে ফিলিস্তিনে অর্থাৎ গাঁজা উপত্যকায় ত্রিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ১০০ বছর ধরে এই সংঘাত চলছে। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য জীবন দিয়েছেন। ফিলিস্তিনের অবস্থাও এ রকম যে, সেটা আমাদের গণ্য করতে হবে, সেটাও আমাদের আলোচনার মধ্যে আনতে হবে। তাদের এই আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাই।

ফিলিস্তিন ইস্যুতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের পক্ষে ছিলেন। আমাদের বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদ্যোগের ফলে ফিলিস্তিনের ইয়াসিন আরাফাতকে, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলাকে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে দেখেছি। কাজেই, যেই আন্দোলনে বঙ্গবন্ধু সমর্থন দিয়েছেন, সেটাতে আমাদেরও সমর্থন করতে হবে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরে ফিলিস্তিনে আমাদের মুক্তিযোদ্ধাদের একটি দল পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। আমাদের বঙ্গবন্ধুকন্যা সারা পৃথিবীতে, ইউরোপে গিয়ে, বাংলাদেশের পার্লামেন্টে এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে ক্রমাগত এই ফিলিস্তিনের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের এই সংগ্রামের বিষয়টা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণার মধ্য দিয়ে উপলব্ধি করতে হবে। আমরা কি দুঃসহ অবস্থানের মধ্যে ছিলাম মুক্তিযুদ্ধের সময়, এই প্রজন্মের মানুষের কাছে তা গল্প এবং সিনেমা। আমরা যারা যুদ্ধ দেখেছি বা যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ছিলেন, তারা কি বীভৎস দৃশ্য দেখেছি। আমরা দড়ি দিয়ে হাত-পা বাঁধা মানুষের লাশ দেখেছি, লাশগুলো এদিক-সেদিক পড়ে আছে, আবার নগ্ন দেহ নদীতে ভেসে যাচ্ছে। কাজেই আমি বলতে চাই, ফিলিস্তিনের যে অবস্থা আমাদেরও কিন্তু সেই অবস্থাই ছিল। এজন্য আমরা, পতাকা দিবসে ফিলিস্তিনের প্রতি পরিপূর্ণ সমর্থন জানাই।

পতাকা উত্তোলনের পটভূমি তুলে ধরে অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য অপরিসীম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ দেশ ও জাতির গৌরবগাথা ইতিহাস, ঐতিহ্য, অর্জন এবং বিভিন্ন দিবসের তাৎপর্য সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম।

এছাড়া, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠান সঞ্চালন করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ার পূর্বাংশে সংযোগ অনেকটাই বেড়েছে : ড. আতিউর রহমান

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অবস্থাও আনতে আলোচনায় ফিলিস্তিনের হবে
Related Posts
পররাষ্ট্র উপদেষ্টা

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

December 15, 2025
শরিফ ওসমান হাদি

ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের

December 15, 2025
ওসমান হাদি

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

December 15, 2025
Latest News
পররাষ্ট্র উপদেষ্টা

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

শরিফ ওসমান হাদি

ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের

ওসমান হাদি

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

India

দিল্লির দায়িত্বশীল ভূমিকা চায় ঢাকা, ভারত চায় শান্তিপূর্ণ নির্বাচন

Upodastha

আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ

News

জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আফসিয়া জান্নাত সালেহ

অর্থপাচারের প্রমাণ পায়নি মন্ত্রণালয়, মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আফসিয়া

Manikganj

গোলড়া হাইওয়ে পুলিশের মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজি!

Hadi

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক ৩

ওসমান হাদি

গুলিবিদ্ধ ওসমান হাদিকে যে দেশে নেওয়া হচ্ছে

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.