স্পোর্টস ডেস্ক : আজ রাতে ঢাকা আসছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গী হবেন ফিল্ডিং কোচ রায়ান কুক। দুজনই দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় মধ্যরাতে ঢাকা আসবেন। আর সোমবার সকালে আসবেন বোলিং কোচ ওটিস গিবসন। দুই প্রোটিয়া ও এক ক্যারিবিয়ান কোচ ঢাকায় এসে কোয়ারেন্টিনে থাকবেন। এরপর জাতীয় দলের সেশন পরিচালনা করবেন।
এ মাসের তৃতীয় সপ্তাহে দলগত অনুশীলন শুরুর কথা রয়েছে। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন হয়েছে বেশ কিছুদিন। করোনাভাইরাসের লকডাউনের কারণে ফিটনেস বা ক্রিকেটীয় স্কিলের জড়তা কাটানোর প্রাথমিক কাজটা সেরে ফেলেছেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা। এখন বাকি একসঙ্গে দলীয় অনুশীলন।
আর দলীয় অনুশীলন শুরু হবে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে। সেটি হবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। সে লক্ষ্যে আজ (রবিবার) রাতেই ঢাকায় পা রাখবেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং তার স্বদেশি ফিল্ডিং কোচ রায়ান কুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।