স্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলনে প্রশ্নটা মাশরাফিকে করা হয়েছিল। টসই কি ম্যাচ জেতাবে। তিনি টস জিতলে কি ব্যাটিং নেবেন। ম্যাচের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে কেন ফাঁস করবেন মাশরাফি। বলেন, বুঝতে পারছি না, টস জিতলে ব্যাটিং নেব না-কি বোলিং। তবে ব্যাটিং হোক কিংবা বোলিং ম্যাচে সেরাটা দেওয়ার বিকল্প নেই। মাশরাফি তাই জানিয়ে রাখেন, এটা মানসিক গেম নয় বরং দক্ষতা দেখানোর ম্যাচ।
মাশরাফি টস নিয়ে ঘুরিয়ে যে কথাই বলুক না কেন, টস জয়ী দল সম্ভবত শুরুতে ব্যাটিং করা নিয়ে দ্বিতীয়বার ভাববে না। কারণ ভারত-ইংল্যান্ড ম্যাচের ওই উইকেটেই যে খেলবেন মাশরাফিরাও। উইকেট তাই ফ্লাট হবে। রান উঠবে বেশ। শুরুতে ব্যাটিং করা দল উইকেট থেকে সহায়তা পাবেন। পরে উইকেট স্লো হয়ে উঠবে। তখন ব্যাটে বল আসবে কম। মুস্তাফিজ-সাকিবরা তাই ব্যবধান গড়ে দিতে পারবেন।
ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি
এজবাস্টনের স্কোয়ারের বাউন্ডারি নিয়েও আছে চিন্তা। বাউন্ডারি এক দিকে বড়। অন্যদিকে আবার ছোট। ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেননি। কোহলি এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন। অনেকে তাই কোহলিকে ব্যাঙ্গ করে বলেন, ‘নাচ না জানলে মাঠ বাঁকা।’ তবে এ ম্যাচে বাংলাদেশও এজবাস্টনের বাউন্ডারি নিয়ে বিপাকে পড়তে পারে।
বাংলাদেশ দল এ ম্যাচে এক পেসার বেশি নিয়ে খেলতে পারে। রুবেল হোসেন ফিরতে পারেন মেহেদি মিরাজের জায়গায়। ইনজুরি কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন ভারতের বিপক্ষে। ভারতের একাদশেও দেখা যেতে পারে বড় পরিবর্তন। ভুবনেশ্বর কুমার এ ম্যাচে যুজবেন্দ্র চাহালের জায়গায় ফিরবেন। কেদার যাদবের বদলে খেলতে পারেন রবিন্দ্র জাদেজা। এছাড়া বিজয় শঙ্করের বদলে ভারতী দলে জায়গা পাওয়া মায়াঙ্ক আগারওয়ালের খেলা নিয়েও গুঞ্জন আছে। মায়াঙ্ককে ওপেন করিয়ে কেএল রাহুলকে চারে ফেরানো হতে পারে।
সৌম্য সরকারকে এ ম্যাচে নিজের সেরাটা দিতে হবে। এখন পর্যন্ত ভালো শুরু করেও বিবর্ণ তিনি। সৌম্য এরই মধ্যে বিশ্বের ষষ্ঠ ওপেনার হিসেবে ৩০ রানের ওপরে গড় নিয়ে এক হাজার রান করেছেন। সঙ্গে একশ’র ওপরে স্ট্রাইক রেট। তামিম, সাকিব এবং মুশফিক এ ম্যাচে বিশ্বের তৃতীয় জুটি হিসেবে বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলবেন। আর মাহমুদুল্লাহ ৫৩ রান করতে পারলে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করবেন।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ : রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।