আন্তর্জাতিক ডেস্ক : শিরশ্ছেদের পর ফুপার মুণ্ডুবিহীন দেহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
উন ক্ষমতায় আসার প্রাক্কালে উত্তর কোরিয়া প্রচণ্ড ক্ষমতাধর ছিলেন তার ফুপা জাং সং থায়েক। ২০১৩ সালে বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
উডওয়ার্ডের নতুন বই ‘রেজের’ জন্য দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, কিম ‘আমাকে সবকিছু বলেছেন। আমাকে সব বলেছেন। তিনি তার ফুপাকে হত্যা করেন এবং মৃতদেহ সবার সামনে ঝুলিয়ে রাখেন।’
ট্রাম্প বলেন, থায়েকের ‘বুকের ওপর বসে তার মাথা কাটা হয়েছিল।’
থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে উত্তর কোরিয়া কখনোই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল, বিমানবিধ্বংসী কামান ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।