
জুমবাংলা ডেস্ক: ফেনী জেলার ফুলগাজীতে ইউপি নির্বাচনে আজ বৃহস্পতিবার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে পরিলক্ষিত হচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী। এছাড়া ৬টি ইউনিয়নে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী রয়েছেন ২৫১। ইতোপূর্বে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১ জন এবং সাধারণ সদস্য পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন আনন্দপুর ইউপিতে হারুন মজুমদার, মুন্সিরহাট ইউপিতে নুরুল আমিন এবং সদর ইউপিতে মোঃ সেলিম।
নির্বাচনে ফুলগাজী সদর ইউনিয়নের ৯টি কেন্দ্রে কেবল ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। এছাড়া বাকি ৫টি ইউনিয়নে প্রচলিত ব্যালট পেপার মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ রয়েছে ৩টি ও গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে ৩২টি ও সাধারণ কেন্দ্র রয়েছে ১৮টি। ফুলগাজী সদর ও দরবারপুর ইউনয়িনের সবগুলো কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিতের ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন পাটওয়ারী জানান, প্রতি কেন্দ্রে পুলিশের একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে ৪ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতি ইউনিয়নে পুলিশের ২টি মোবাইল টিম রয়েছে। নির্বাচন উপলক্ষে উপজেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছেন। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি পুরো উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ফলে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা সমন্বয়কের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী বেগম।
উপজেলা নির্বাচন অফিস জানায়, প্রতি কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিং, প্রতি বুথের জন্যে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার দায়িত্বরত। ফুলগাজীর ৬ ইউনিয়নের ভোটার ৯৫ হাজার ৪শ ৬০ জন।
চেয়ারম্যান পদে কেবল দরবারপুর, আমজাদহাট ও জিএমহাটে নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। উপজেলার ৬টি ইউনিয়নে ফুলগাজী সদরে ২৪ হাজার ৯৫৮, মুন্সীরহাটে ১৬ হাজার ৯৯৮, দরবারপুরে ১৩ হাজার ৪৬৩, আনন্দপুরে ১১ হাজার ৫২৫, জিএমহাটে ১০ হাজার ৬৮৩ ও আমজাদহাট ইউনিয়নে ১৭ হাজার ৮৩৩ জন ভোটার রয়েছেন।
অন্যদিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নে ৯ নাম্বার ওয়ার্ডে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাইজগ্রাম আজিজ আহমেদ চৌধুরী বাড়ির কাচারিকে অস্থায়ী ভোট কেন্দ্র করা হয়েছে। এখানে একটি কেন্দ্রে ২টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার প্রায় ৭ শতাধিক। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।