কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে সম্প্রতি অর্ধশতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আর আত্মসমর্পণকারী এসব মাদক ব্যবসায়ীদের নিয়ে ‘নতুন আলোর দিশারি সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সূচনা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসির নিদের্শনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ৪৮ জন সদস্য নিয়ে ‘নতুন আলোর দিশারি সংঘের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কন্ঠ ভোটের মাধ্যমে সংগঠনটির সভাপতি হিসেবে তোফাজ্জল হক এবং রোকোনুজ্জামান রুকুল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা ও সার্বিক সহযোগিতা করবেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রূহানী এবং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ।
এই সংগঠনের মাধ্যমে অতীতের অন্ধকার জীবন ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।
শুধু নিজেদের জীবনের পরিবর্তন নয় এ সংগঠনের মাধ্যমে মাদক বিরোধী প্রচারনা, বাল্যবিয়ে রোধে বিভিন্ন কার্যক্রমসহ সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করবে বলে মনে করছেন পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশীল সমাজ।
সংগঠনটির সভাপতি তোফাজ্জল হক ও রোকোনুজ্জামান রুকুল জুমবাংলাকে জানান, আমরা এতোদিন না বুঝে মাদকের সাথে জড়িয়ে পড়েছি। আমরা এখন বুঝতে পেরেছি যে আমরা শুধু নিজেদের নয় দেশেরও ক্ষতি করেছি। আর নয়। এ সংগঠনের মাধ্যমে নিজেদের জীবন ও পরিবারে শান্তি ফিরিয়ে আনবো।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জুমবাংলাকে জানান, তারা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরেছেন। তাই সব সময় তাদের সম্মিলিতভাবে সহায়তা করা হবে। আশা করছি নতুন সংগঠনটির মাধ্যমে সবাইকে আলোর পথ দেখাবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী জুমবাংলাকে জানান, সুস্থ-স্বাভাবিক জীবন গড়ার লক্ষ্যে তাদের পাশে পুলিশ প্রশাসন সব সময় থাকবে। তারা যাতে বিচ্ছিন্নভাবে আবারও মাদকের সংস্পর্শে যেতে না পারে সে লক্ষ্যে নতুন আলোর দিশারি সংঘ নামের একটি সামাজিক সংগঠন গঠন করে দেওয়া হয়েছে। তারা এই সামাজিক সংগঠনটির মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবন-যাপন করতে অনুপেরণা জোগাবে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ফুলবাড়ী থানা মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে। সভায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবন ফিরে পেতে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন (বিপিএম) এর হাতে ফুল দিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী মাদক সেবন ও মাদক ব্যবসায় সম্পৃক্ত না থাকার শপথ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।