কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা হলরুমে স্থানীয় ২০ জন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রসাশনের ব্যবস্থাপনায় ও ইউএনও মোছা. মাছুমা আরেফিনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠুর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় বিজ্ঞ সদস্য প্রফেসর মোঃ হামিদুল হক, বিশেষ অতিথি ফুলবাড়ী সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আমির আলী মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু, উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সহকারি শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।