বিনোদন ডেস্ক: ভালোবাসার অপর নাম শাহরুখ এবং গৌরী খান। ১৯৮৮ সালে এক পার্টিতে পরিচয়। সেই সময় দিল্লিতে থাকতেন তাঁরা। প্রথম দেখাতেই পরস্পরের প্রেমে পড়েছিলেন দু’জনে। তবে আচমকাই মুম্ইোয়ে চলে যান গৌরী।
শাহরুখ তাঁকে খুঁজতে মায়ানগরীতে পা রাখেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, গৌরী সমুদ্র সৈকতে ঘুরতে ভালোবাসতেন। আর তাই তৎকালীন বম্বে শহরের সবকয়েকটি বিচে গৌরীকে খুঁজেছিলেন তিনি। একটি সিবিচে অবশেষে নিজের ড্রিম গার্লের দেখা পান শাহরুখ। শুরু হয় এক দুর্দান্ত প্রেম কাহিনী। গৌরীর জন্য পাকাপাকিভাবে দিল্লি ছেড়ে মুম্বাইয়ে শিফট করেন শাহরুখ খান। সিরিয়ালে কাজ শুরু করেন। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে হয় শাহরুখ এবং গৌরীর।
সেই থেকে আজ পর্যন্ত স্ত্রীকে আগলে রেখেছেন বলিউডের বাদশা। আজীবন তাঁকেই ভালোবেসেছেন। যদিও বিয়ের প্রথম রাতে মোটেও সুখকর অভিজ্ঞতা হয়নি গৌরী খানের। ঠিক কী হয়েছিল?
আসলে সেই সময় সদ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আরম্ভ করেছেন শাহ। সিরিয়াল ছেড়ে হেমা মালিনী পরিচালিত ফিল্ম দিল আসনা হ্যায় ছবিতে কাজ করছেন। বিয়ের দিন সন্ধ্যেবেলা নাকি অভিনেতাকে সেটে ডেকেছিলেন হেমা মালিনী। জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য অবিলম্বে সেটে আসতে হবে। পরিচালকের ডাক পেয়ে কর্মস্থলে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন নববিবাহিতা স্ত্রীকে।
গৌরী খান হেমা মালিনীর ভক্ত। তাঁর সঙ্গে দেখা করার সুপ্ত বাসনাও ছিল। তাই বিয়ের আসর থেকেই দু’জনে সেটে চলে যান। রাত ১১টা বেজে যাওয়ার পরেও হেমা আসেননি। এরপর একটি সিকোয়েন্সের শ্যুটিং শুরু হয়। যা শেষ হয় রাত দু’টো নাগাদ। তখনও হেমা মালিনী সেটে পৌঁছননি। ওই সময়টায় ঘুপচি মেকআপ রুমেই ঘুমিয়ে পড়েছিলেন পরিশ্রান্ত গৌরী। ভারী পোশাক, গয়না, চূড়া পরে একটি লোহার চেয়ারে হেলান দিয়ে অকাতরে ঘুমাচ্ছিলেন তিনি। মশা কামড়াচ্ছে, সেই হুঁশও ছিল না।
শাহরুখ গভীর রাতে শট শেষ করে মেকআপ রুমে এসে গৌরীকে এই অবস্থায় দেখে কেঁদে ফেলেছিলেন। এক সাক্ষাৎকারে গোটা বিষয়টি জানিয়েছিলেন বলিউডের কিং খান। বিয়ের পর প্রথম রাতটা স্ত্রীর সঙ্গে কাটাতে পারেননি বলে আফসোসও করেছিলেন তিনি। তবে এরপর থেকে গৌরীর অনাদর হতে দেননি শাহরুখ খান।
স্ত্রীকে জীবনের সব সুখ দেওয়ার চেষ্টা করেছেন। সবসময় তাঁর পাশে থেকেছেন। গৌরীও শাহরুখের লাইফলাইন হয়ে উঠেছেন। ৩১ বছর ধরে বলিউডের পাওয়ার কাপল তাঁরা।-এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।