জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ধাঁধা দৃষ্টি আকর্ষণ করে চলেছে। ধাঁধার জটিলতা সমাধানে কার্যত প্রতিযোগিতায় নেমে পড়ছেন অনেকে। কত কম সময়ে দৃষ্টি ও বুদ্ধির প্রখরতা দিয়ে একটি ধাঁধাতে সমাধান করা যায়, তা নিয়ে রয়েছে প্রতিযোগিতা। এরই মাঝে ‘গার্গলিজ ডুডাস’ নামের এক পেজে এসে গিয়েছে নতুন ধাঁধা।
ধাঁধা বেশি কিছু নয়। এই ছবির ভরা ফুলের বাগানের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে ৫ টি প্রজাপতি। শুধু খুঁজে বের করাই নয়। কত কম সময়ে তা করতে পারেন, তার ওপরেই নির্ভর করছে আপনার মেধা, দৃষ্টি ও বুদ্ধির প্রখরতা। তাহলে ৩-৪ জন বন্ধু মিলে শুরু করে দিন এই ধাঁধা সমাধানের প্রতিযোগিতা।
ছবি কী বলছে- প্রথমে ভালো করে দেখে নিতে হবে ছবিটিকে। দেখা যাচ্ছে একটি ফুলের বাগানে একটি ভল্লুক বেশ খুশি মনে বসে রয়েছে। ভল্লুকের মাথাতেও রয়েছে ব্যান্ড রঙবেরঙের। অনেকে খোঁজ এখান থেকে শুরু করেও শেষ পর্যন্ত পঞ্চম প্রজাপতিকে পাননি।
অগস্ট মাসের ১৩ তারিখে এই পোস্ট টি সোশ্যাল মিডিয়ায় আসে। তাতে ৪৫০ টি প্রতিক্রিয়া পড়ে, ১১০ টি শেয়ার হয়। এই পেজের ১.৬ লাখ ফলোয়ারদের একটা বড় অংশই এই ধাঁধার দিকে তাকিয়ে ছিল।
সমাধান- ভল্লুকের দিকে তাকালে চলবে না! প্রজাপতি রয়েছে অন্যদিকে। তিনটি রয়েছে ভল্লুকের বাঁ দিকে, আর ডান দিকে রয়েছে দুটি। এবার বলুন এই সাহায্যটি ছাড়া, কত কম সময়ের মধ্যে আপনি খুঁজে পেয়েছেন ৫ প্রজাপতি?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।