Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ফুলের রাজ্যের যেন মন ভাল নেই
    অর্থনীতি-ব্যবসা কৃষি

    ফুলের রাজ্যের যেন মন ভাল নেই

    ফুলের রাজ্যের যেন মন ভাল নেই
    rskaligonjnewsDecember 26, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: আগের দিন সকালের হাটে গদখালীতে এক হাজার গাঁদা ফুল বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকায়। একই সময় গত বছর এক হাজার ফুল বিক্রি হয়েছিল ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা। প্রতিদিন সকালে ফুলের হাটে আসা কয়েকজন কৃষক ফুলের দাম অর্ধেকে নেমে আসায় আক্ষেপ করেছেন। তবে এদিন বেচাকেনা হয়েছে বেশ। ফলে মূল্যের ক্ষতি পুষিয়ে গেছে।

    ফুল

    যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের হাড়িয়া এলাকার ফুলচাষি শহিদুল ইসলাম জানান, এ বছর উৎপাদন হয়েছে বেশি, বাজারে চাহিদা কম। সে কারণে গাঁদা ফুলের দাম গতবারের অর্ধেক। বাজারে এসে তাই মন খারাপ হয়েছে। একই কথা বললেন হাড়িয়া উত্তরপাড়ার ফুল চাষি এনাম হোসেন। তিনি বলেন, বাজারে ফুল বিক্রি করতে গিয়ে কান্না আসছিল।’ পানিসারার ফুলচাষি শুকুর আলী বলেন, ‘১৬ ডিসেম্বরের শেষ বাজার। অথচ, বাসন্তী গাঁদা বিক্রি হচ্ছে ৫০০ টাকা প্রতি হাজার, হলুদ গাঁদা সর্বোচ্চ ৪০০ টাকা। তবে ডিসেম্বরের শেষ দিনে আবহাওয়া ভাল থাকলে বেচাকেনা বাড়তে পারে এই আশা সকল চাষীর।

    তাদের মতে, ভোক্তাদের তুলনায় দোকানিরা এখন বেশি ফুল পাচ্ছেন। সে কারণে কম দামে তারা কিনতে চাইছেন। বিকিকিনি বেশি না হলে চাহিদা তেমন থাকে না। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এবার ভালো ও বেশি ফুল পেয়েছেন। কিন্তু দাম বেশ কম। শ্রমিকদের মজুরি, সার-কীটনাশক, সেচের খরচ মিটিয়ে এমন দামে খুব বেশি একটা লাভের মুখ দেখা যাচ্ছে না। গত ১৫ ডিসেম্বর বিভিন্ন হাটে ফুলের দাম ছিল গাঁদা (বাসন্তী-হলুদরঙা) যথাক্রমে ৪০০ ও ৫০০ টাকা হাজার, ১০০ পিস গোলাপ ২০০ থেকে ৪৫০ টাকা, গ্লাডিওলাস প্রতি পিস রংভেদে ৪ থেকে ১১ টাকা, ১০০ পিস চন্দ্রমল্লিকা (সাদা) ৭০ টাকা, ১০০ পিস হলুদ ১২০ টাকা, জারবেরা প্রতি পিস ১০ থেকে ১২ টাকা, ১০০ পিস রজনীগন্ধা ২৫০ থেকে ৩০০ টাকা, জিপসি প্রতি বান্ডিল ২০ টাকা, রড স্টিক প্রতি বান্ডিল ১০ টাকা। কৃষি বিভাগ বলছে, গাঁদা ফুলে দাম একটু কম পেলেও কৃষকরা অন্যান্য ফুলের দাম ঠিকই পাচ্ছেন। অন্যান্য অনুষ্ঠানেও এবার উৎপাদিত ফুলের চাহিদা থাকবে। কৃষকরা এবার আগের চেয়ে বেশি ফুল বিক্রি করতে পারবেন।

    যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের চাষিরা সারা বছর ফুল চাষ করেন। তারা জমিতে ধান-পাটের চাষ চুকিয়েছেন বহু আগে। তাদের উৎপাদিত রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুল সারা দেশের বিভিন্ন আয়োজনের অনুষঙ্গ হয়। বিশেষ করে শহিদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, খ্রিষ্টীয় নববর্ষ, বসন্ত দিবস, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখ ইত্যাদি অনুষ্ঠানে এসব ফুলের বিকল্প নেই। আর ২১ ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেও রয়েছে এ ফুলের ব্যাপক চাহিদা। তাই বছরের এ কয়টি দিবসকে ঘিরেই হয় মূল বেচাকেনা।

    পানিসারা গ্রামের ফুলচাষি ও ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, ‘এবার ৫ বিঘা জমিতে চায়না গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা ও গাঁদা চাষ করেছি। গত দুই বছর ফুলের বাজার একটু খারাপ গেছে। এবার শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বেচাবিক্রি মোটামুটি ভালো। তবে আসছে মৌসুমে ফুল বিক্রিতে বেশ লাভ হবে বলে মনে করছি।’

    বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, সারা বছরের মধ্যে কয়েকটি বিশেষ দিন সামনে রেখে এখানকার ফুলচাষিরা তাদের উৎপাদিত ফুল বিক্রি করে থাকেন। একেক অনুষ্ঠানে একেক ধরনের ফুলের চাহিদা বেশি থাকে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা ব্যাপক হারে গাঁদা ফুলের চাষ করেন, উৎপাদনও হয়েছে খুব বেশি। আর উৎপাদন বেশি ও চাহিদা কম হওয়ায় দাম গতবারের তুলনায় বেশ কম। তবে এটি খারাপ কিছু না। দাম কম হওয়ায় ভোক্তারা অবশ্য অল্প দামে ভাল ফুলটা পাচ্ছেন। গত বছর ১৬ ডিসেম্বর সামনে রেখে গাঁদা ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত হাজারে বিক্রি হয়েছিল। কেননা গতবার আবহাওয়া প্রতিকূলে ছিল, অনেক ফুল মাঠেই নষ্ট হয়। এবার যদি আবহাওয়া এমন থাকে, তাহলে আসছে পহেলা জানুয়ারি, বসন্ত দিবস, ভালবাসা দিবস, ২৬ মার্চ, পহেলা বৈশাখের বাজারে চাষিরা ভাল দামে ফুল বিক্রি করে লাভবান হবেন।

    এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সামনে রেখে কৃষকরা বেশ ব্যস্ত সময় পার করছেন। এ বছর ৬৩০ হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদন বেড়েছে। উৎপাদিত গাঁদা ফুলের দাম একটু কম জানিয়ে তিনি বলেন, অন্যান্য ফুলের বাজারমূল্য ঠিকঠাক আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ঝিকরগাছায় ফুল বিক্রি ৪০০ ছাড়িয়ে ৫০০ কোটিতে পৌঁছাবে বলে আশা করছি। গদখালীর মাঠে গতবারের মতো এবারও টিউলিপ ও লিলিয়াম সৌন্দর্য ছড়াবে। এই অঞ্চলে ফুল চাষ আরও বেগবান করতে কৃষি অধিদফতর সব সময় কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

    পর্যটক টানছে গুঠিয়া মসজিদের নয়নাভিরাম স্থাপত্যশৈলি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা কৃষি নেই: ফুলের ভাল মন যেন রাজ্যের
    Related Posts
    Akhtar

    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন ড. আখতার হোসেন

    July 15, 2025
    bangladesh-bank

    নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

    July 15, 2025
    DSCE

    শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

    July 14, 2025
    সর্বশেষ খবর
    শৃঙ্খলা এনে গ্রহণযোগ্য

    শৃঙ্খলা এনে গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের প্রধান কাজ

    ডলারের বিপরীতে বাড়লো টাকার মান

    ডলারের বিপরীতে বাড়লো টাকার মান

    প্রধান শিক্ষকদের

    প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

    ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট

    আপনারা চমৎকার কাজ করছেন, ড. ইউনূসকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

    অটোরিকশা চালককে

    অটোরিকশা চালককে মারধরের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    পিসি গেম আপডেট

    পিসি গেম আপডেট: নতুন ফিচার জানুন! – আপনার গেমিং অভিজ্ঞতাকে রূপান্তরিত করার গাইড

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ

    আজকের রাশি অনুযায়ী শুভ সংবাদ

    আজকের রাশি অনুযায়ী শুভ সংবাদ: শুভ সম্ভাবনা জাগিয়ে তোলার বিজ্ঞান ও শিল্প

    অভিনেত্রী

    সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন অভিনেত্রী

    এমন ভাগ্য কখনও আসেনি

    এমন ভাগ্য কখনও আসেনি—এক ট্রলারেই ওঠল ৬১ মণ ইলিশ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.