আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান কর্তৃপক্ষের চোখে বেআইনি হিসেবে বিবেচিত কনটেন্ট মুছতে ব্যর্থতার অভিযোগে ফেইসবুককে এক কোটি ৭০ লাখ রুবল জরিমানা করেছিল দেশটির আদালত। সেই জরিমানা সম্পূর্ণ পরিশোধ করেও রেহাই মিলেনি ফেইসবুকের আরও বড় জরিমানার গুনতে হবে প্রতিষ্ঠানটির।
ডিসেম্বরের শেষ সপ্তাহে রাশিয়ার আদালতে হাজির হতে হবে ফেইসবুকের মূল প্রতিষ্ঠান meta platform inc. ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’ এবং সার্চ জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দোষী প্রমাণিত হলে রাশিয়ার বাজার থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ জরিমানা করা হতে পারে দুই প্রতিষ্ঠানকে।
জরিমানা পরিশোধ প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মেটা।
রাশিয়ার স্থানীয় সংবাদসংস্থা ‘ইনটারফ্যাক্স’ জানিয়েছে, এক কোটি ৭০ লাখ রুবলের জরিমানা সংগ্রহ করতে অক্টোবর মাসেই ফেইসবুকের কাছে সরকারি প্রতিনিধি পাঠিয়েছিল রাশিয়ার আদালত। দেশটির সরকারি ডেটাবেইজে থাকা তথ্য অনুযায়ী, রোববারের পর থেকে আর কোনো জরিমানা পরিশোধ বাকি নেই ফেইসবুকের।
সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর লাগাম টানার চেষ্টা আরও জোরদার করেছে রাশিয়ান কর্তৃপক্ষ। ‘বিগ টেক’ হিসেবে পরিচিতি শীর্ষস্থানীয় পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর রাশিয়ান কর্তৃপক্ষের কড়াকড়ি আরোপকে ইন্টারনেটের উপর রাশিয়া সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন সমালোচকরা। এই কর্মকাণ্ডে ব্যক্তি ও ব্যবসায়িক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন বলছেন অনেকে।
মেসেজিং সেবা টেলিগ্রাম রাশিয়ান কর্তৃপক্ষকে এক কোটি ৫০ লাখ রুবল জরিমানা পরিশোধ করেছে বলে জানিয়েছে ইনটারফ্যাক্স। জরিমানা প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি টেলিগ্রাম কর্তৃপক্ষ।
পেট্রোল ছাড়াই চলবে Hero’র তিনটি নতুন মডেলের বাইক, দামও একেবারে কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।