জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেও ফেনসিডিল পাচারে পিছিয়ে নেই সমাজের উঁচু তলার মানুষও। শিক্ষক, আইনজীবি, ডাক্তার, ব্যাংক কর্মকর্তা ও বড় ব্যবসায়ীরাও নেমে পড়েছে লাভজনক এই মাদক ব্যবসায়।
বেনাপোল থেকে এক বোতল ফেনসিডিল বরিশালে নিতে পারলেই নিট মুনাফা ৫ ‘শ টাকা। আর তাই ফেনসিডিল নিতে সুদূর বরিশাল থেকে বেনাপোলে মটর সাইকেল হাকিয়ে ছুটে এসেছেন এক স্কুল শিক্ষক। ধাওয়া খেয়ে ৫ জন পালিয়ে গেলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে পারেনি বরিশাল শহরের নামিদামি সরকারি স্কুলের সেই শিক্ষক।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আজ সোমবার দুপুরে সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজারে হয়ে বরিশাল যাওয়ার পথে শিকড়ি বটতলা নামক স্থানে টহল বিজিবি সন্দেহভাজন এক মটর সাইকেল আরোহীকে থামিয়ে তার ঘাড়ে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল দেখতে পায়।
আটক সেই শিক্ষক বলেন, তারা ৬ জন বরিশাল থেকে মটর সাইকেল যোগে বেনাপোলে ফেনসিডিল নিতে এসেছিলেন। ইতিপূর্বে অনেকবার তারা ফেনসিডিল নিয়ে গেছেন একইভাবে।
তিনি আরও জানান, তাদের সাথে ছিল বরিশালের সদর হাসপাতালের ডাক্তার, এক আইনজীবী, উত্তরা ব্যাংক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী এবং মনির নামের আরও একজন। তারা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।
আটক ব্যাক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। এঘটনায় একটি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।