জুমবাংলা ডেস্ক: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে প্রাণ হারান ফেনীর পুলিশ সুপারের দেহরক্ষী মো. আজহারুল (৩০)। এতে আহত হয়েছেন ফেনীর পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ তিন জন।
শুক্রবার রাত আটটায় ফেনী সদর উপজেলার লেমুয়ার কাজীর দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজহারুলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পুলিশ জানায়,সদর উপজেলার বগদাদীয়া পুলিশ ফাড়ীঁ পরিদর্শন শেষে রাতে শহরে ফেরার পথে লেমুয়ার কাজীর দিঘি এলাকায় পুলিশ সুপারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে পুলিশ সুপারের দেহরক্ষী আজাহার নিহত হয়। এসময় আহত হয় পুলিশ সুপার নুরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ গাড়ী চালক মং সাই চাকমা।
পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শহরের জেড ইউ মডেল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে। নিহত দেহরক্ষী পুলিশ সদস্য আজহারের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
আহত গাড়ি চালক মং সাই চাকমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সুদীপ রায় এই দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।