ভ্যাট নিবন্ধন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড নতুন চিন্তা ভাবনা করছে। জাতীয় রাজস্ব বোর্ডের নয়া পরিকল্পনা হচ্ছে দেশের সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসা উচিত। রাজস্ব বোর্ড চাইবে যতটা সম্ভব রাজস্ব যেন সংগ্রহ করা সম্ভব হয়।
তারা ফেব্রুয়ারি ও মার্চের মধ্যেই এই সমস্ত কাজ বাস্তবায়ন করে দেখাতে চায়। এ দুই মাসের মধ্যে যারা এখনো নিবন্ধনের মধ্যে অন্তর্ভুক্ত হননি সে সকল প্রতিষ্ঠানকে যেন নিবন্ধনের মধ্যে নিয়ে আসা সম্ভব হয় সে ব্যাপারে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড।
ফেব্রুয়ারিকে কমিশনারদের নিবন্ধন মাস হিসেবে উল্লেখ করেছে রাজস্ব বোর্ড। অন্যদিকে পরবর্তী মাসকে নিবন্ধনের মাস হিসেবে ঘোষণা করেছে তারা। এ বিষয়টি বাস্তবায়নে এটি ছিলো তাদের প্রথম পদক্ষেপ। বৃহস্পতিবার এক জরুরী বিবৃতি পাবলিশ করে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে তারা এ বিষয়গুলো উত্থাপন করে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘১৯৯১ সালে (ভ্যাট) ব্যবস্থা চালু হলেও করজাল অদ্যাবধি প্রত্যাশিত পর্যায়ে বিস্তৃত হয়নি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৪ ও ১০ আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্যাট নিবন্ধনযোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিবন্ধন ও তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে।
কতিপয় পণ্য ও সেবাসমূহের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার নির্বিশেষে এবং দেশের সকল সুপার শপ ও শপিং মলসহ সিটি কর্পোরেশন ও জেলা শহরের সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক।
কর্মকর্তাদের নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ের দপ্তরসমূহকে (সার্কেল, বিভাগ ও কমিশনারেট) অধিক্ষেত্রের প্রযোজ্য পদস্থ সকল কর্মকরতাকে সম্পৃক্ত ও সমন্বিতভাবে ব্যক্তি/প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে নিবন্ধিত/তালিকাভুক্ত করতে হবে।
নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাগণ করদাতাদের সাথে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখবেন। জাতীয় রাজস্ব বোর্ড সময়ে সময়ে মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই ও তদারকি করবে। নিবন্ধন প্রযোজ্যতা সত্ত্বেও হারাহরি যাচাইয়ে কোন এলাকায় অনিবন্ধিত প্রতিষ্ঠান পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগীয় ও সার্কেল কর্মকর্তা দায়ী থাকবেন।
কর্মপ্রবণতা, দক্ষতা, মেধাজাত কর্মকাণ্ড উদ্ভাবনী মনোবৃত্তির পাশাপাশি নিবন্ধন সংখ্যায় প্রবৃদ্ধিতে সফল সকল কমিশনারেট থেকে নির্বাচিত সেরা কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ‘বিশেষ স্বীকৃতি’ প্রদান করা হবে। নির্বাচিত সেরা কর্মকর্তাকে পরবর্তীকালে পদায়ন ও বিদেশ প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।