যারা আকর্ষণীয় স্মার্টফোন ক্রয় করতে আগ্রহী তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি বেশ দারুন। বিশ্ব স্যামসাং গ্যালাক্সি ২৩ সিরিজ, ওয়ান প্লাস ১১, শাওমি ১৩ সিরিজ, অনার ম্যাজিক ৫ সিরিজের লঞ্চ দেখেছে। আজকের আর্টিকেলে ফেব্রুয়ারি মাসের সেরা স্মার্টফোন ব্র্যান্ড নিয়ে আলোচনা করা হবে।
Samsung Galaxy S23 Ultra
এই স্মার্টফোনটিতে অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ছয় দশমিক আট ইঞ্চির ডিসপ্লে রয়েছে এবং রেজুলেশন হচ্ছে ৩০৮৮ গুণ ১৪৪০ পিক্সেল। প্রসেসর হিসেবে ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু চিপসাট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ৪৫ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 11
স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ১২০ হার্র্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে। এ ডিভাইসে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যপড্রাগন এইট জেন টু চিপসেট ব্যবহার করা হয়েছে। এ হ্যান্ডসেটে 16 জিবি র্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। এ হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi 13 Pro
শাওমির এ স্মার্টফোনটি ডিসেম্বরে রিলিজ করা হয়। যাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন প্রয়োজন তাদের জন্য এটি সবথেকে উপযুক্ত। স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের এবং এইচডিআর টেন প্লাস ফিচারের সাপোর্ট রয়েছে। প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। ৪৮২০ মেগহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এর ফিচার তো আপনি পেয়ে যাবেন।
Honor Magic 5 Pro
স্মার্টফোনটিতে 6.81 ইঞ্চির ওএলইডি প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে ১২ হার্জ রিফ্রেশ রেটের ফিচার রয়েছে এবং এটির রেজুলেশন হচ্ছে ২৮৪৮ গুণ ১৩১২ পিক্সেল। এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা হয়েছে। হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। ৫৪৫০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
Oppo Reno 8T
হ্যান্ডসেটটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এখানে কোয়ালকম ৬৯৫ ফাইভ জি চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এটির প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। ৪৮০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি এখানে ৬৭ ওয়াটার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।