রেমিটেন্স নিয়ে আলোচনা করলে ভালো খবর রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনে ৬৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিটেন্স অর্জন করে বাংলাদেশ। যদিও ১২২ টাকা হিসেবে প্রতি ডলার হিসাব করা হয় তাহলে ৮ কোটি ৩৮ লাখ ডলার এসেছে প্রথম ৮ দিনে।
![Remittance flow](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/remitance-20231224180355-jpg.webp?resize=788%2C443&ssl=1)
গড় হিসাব করা হলে প্রতিদিন ৮ কোটি ৩৮ লাখ ডলার পায় বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের এ সময় রেমিটেন্স আরো কম ছিল। ওই সময়ে প্রথম ৮ দিনে এটি ছিল ৫৩ কোটি ৫২ লাখ ডলার।
শেষে ফেব্রুয়ারি মাসে বাড়তি রেমিটেন্স অর্জন করে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রের মালিকানাধীন যেসব ব্যাংক আছে তার মাধ্যমে আমরা পাই ২০ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৩ কোটি ডলার বাংলাদেশে আসে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার। এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।
আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।