আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেলো আরও এক ফিলিস্তিনি কিশোরের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা’র।
আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেথেলহেম এলাকার আল-খাদেরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী মোহাম্মদ শেহাদেহ নিহত হয়েছেন।
ফিলিস্তিনি ওয়াফা বার্তা সংস্থা জানায়, স্থানীয় অধিকারকর্মী আহমাদ সালাহ বলেন, ইসরায়েলি সৈন্যরা শেহাদেহকে আটক করার আগে সরাসরি গুলি চালায়। এমনকি আহত অবস্থায় তাকে উদ্ধার করতে গেলেও বাধা দেয় তারা।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে একজন ফিলিস্তিনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, যে তিনজন সন্দেহভাজন ব্যক্তির মধ্যে ছিল সে। তারা ককটেল নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি করা হয় এতে।
সম্প্রতি ১৯ বছর বয়সী নেহাদ আমিন নামে আরও একজনকে গুলি করে মারে ইসরায়েলি সেনারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।