Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আবারও একদিনে করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৩ হাজার মানুষ। মহামারীর ছয় মাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট আক্রান্ত ৯৯ লাখ ছাড়িয়েছে।
মোট মৃত্যু ছাড়িয়েছে ৯ লাখ ৯৬ হাজার। শুক্রবারই মারা গেছেন ৪ হাজার ৯শ’র বেশি মানুষ। সাড়ে ৬শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ২৮ হাজারের কাছাকাছি। সংক্রমণ সাড়ে ২৫ লাখের বেশি।
এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে প্রায় ১১শ’ মানুষের। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৬ হাজার, আক্রান্ত প্রায় ১৩ লাখ।
মেক্সিকোতে মারা গেছেন ৭ শতাধিক মানুষ। মোট প্রাণহানি ২৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত দু’লাখ আট হাজারের বেশি। পেরু, চিলি, কলম্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্যতে এদিন মারা গেছেন প্রায় দু’শ’ করে মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।