স্পোর্টস ডেস্ক : করোনার পর রীতিমত চমক নিয়ে হাজির হন তাইজুল ইসলাম। নিজের স্বভাবজাত বোলিং অ্যাকশন বদলিয়ে নতুন অ্যাকশনে বল করা শুরু করেন এই বাঁহাতি স্পিনার। সেই অ্যাকশন ছিল অনেকটা ড্যানিয়েল ভেট্টোরির মতো। কয়েকদিনের ব্যবধানে আবার নতুন আরেকটি অ্যাকশন নিয়ে হাজির হয়েছেন তিনি।
করোনার জেরে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ক্রিকেটাররা। সেই সময় নিজেদের মতো করে ফিটনেস আর স্কিল ট্রেনিং করেছেন খেলোয়াড়রা। করোনার পর টাইগার ক্রিকেটাররা মাঠে ফিরলে দেখা যায়, নিজের বোলিং অ্যাবশনে পরিবর্তন এনেছেন তাইজুল। অনেকটা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ভেট্টোরির মতো বল করেছেন তিনি।
সেই অ্যাকশন নিয়ে সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে খেলেছেন তাইজুল। তবে এই টুর্নামেন্ট শেষ হতেই ভিন্ন আরেক অ্যাবশন নিয়ে হাজির তিনি। বর্তমানে নেটে বোলিং করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের এই স্পিনার। সেখানেই দেখা গেলো, তার নতুন বোলিং অ্যাকশন।
নেটে তাইজুলকে দিকনির্দেশনা দিচ্ছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। হাতের ইশারায় তাইজুলের নতুন অ্যাকশনের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হওয়া সালাহউদ্দিনের কাছে জানতে চাওয়া হয় তাইজুলের অ্যাকশন পরিবর্তনের কারণ।
জবাবে সালাহউদ্দিন বলেন, ‘এটা তাইজুলের যে কোচ আছে সোহেল ইসলাম, উনিই সব দেখছেন। তারা দুজনেই আলোচনা করছে, এর বাইরে কিছু না। কারণ সোহেল তাইজুলকে ভালোভাবে চেনে। ওর অ্যাকশনে কি সমস্যা হচ্ছে না হচ্ছে সে বোঝে।’
ঘনঘন অ্যাকশন পরিবর্তনে মানিয়ে নিতে পারবেন তাইজুল? এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘এটা তো আমি বলতে পারবো না। তাইজুল ভালো বলতে পারবে, তাইজুলের ছোটবেলার কোচ সোহেলও ভালো বলতে পারবে। আমি আসলে বাইরের লোক, আমার বলা উচিত হবে না। কিন্তু এটা হয়তো অনেক সময় খেলোয়াড়রা বাড়তি সুবিধার জন্য করে থাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।