দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রায় লাখ টাকা

সোনার সর্বোচ্চ দাম

জুমবাংলা ডেস্ক: স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে নতুন দাম সমন্বয়ে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরি প্রতি ২ হাজার ৭২৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখন থেকে ২২ ক্যারেটের সোনা কিনতে ভরি প্রতি খরচ হবে ৯৯ হাজার ১৪৪ টাকা।
সোনার সর্বোচ্চ দাম
রবিবার (২ এপ্রিল) থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে বলেও জানিয়েছে বাজুস।

এর আগে গত মাসে সোনার দাম দুদফা দাম কমানোর পর এক দফা বাড়ানো হয়। এবার চলতি মাসের শুরুতেই এলো আরও দাম বাড়ানোর ঘোষণা। এতে ভালো মানের সোনার দাম ভরিতে লাখ টাকা ছোঁয়ার অপেক্ষায়।

সর্বশেষ গত ২৪ মার্চ ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ৬২৮ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

আসন্ন ঈদে যেসব ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা