বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পরিবর্তন ঘটেছে এবার। সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্পষ্ট মার্কেটে সোনার দাম ৪০ ডলার কমে গেছে সোনার দাম।

শুধু তাই নয়, মার্কিন ডলার নিয়ে ঝুঁকি কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আরও কিছুটা নিম্নমুখী হতে পারে সোনার দাম। এ অবস্থায় এই মুহূর্তে সোনায় বিনিয়োগের ব্যাপারে নিরুৎসাহিত করছেন অনেক বিশ্লেষক।
অবশ্য এখন পর্যন্ত বিশ্ববাজারে প্রতি আউন্স ৪ হাজার ডলারের ওপরেই আছে। সবশেষ সকাল ১১ টার দিকে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৪৩ ডলার দেখা গেছে।
এই মুহূর্তে বেশ কিছু অর্থনৈতিক সূচকের দিকে তাকিয়ে আছেন বাজার বিশ্লেষকেরা। প্রথমত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন শাটডাউন থাকার কারণে কী পরিস্থিতি হয়, সেদিকে নজর রাখছেন তারা। দেশটির মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির হার কী দাঁড়ায়, সেদিকেও বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর। সেইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, অর্থাৎ ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস-বৃদ্ধি করে কি না, সেদিকেও বিনিয়োগকারীদের দৃষ্টি আছে। আগামী ডিসেম্বর মাসেই আবার ফেডের মুদ্রানীতি কমিটির বৈঠক। ফলে এই সময়ে মধ্যে, অর্থাৎ আগামী এক মাস সোনার দাম খুব একতা বাড়ার সম্ভাবনা নেই বলেই ধারণা বিশ্লেষকদের।
ফেডারেল রিজার্ভ নীতি সুদহারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার জন্য আরও কিছু সূচক গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে আছে সাপ্তাহিক কর্মসংস্থানের হার, ভোক্তাদের আত্মবিশ্বাস, উৎপাদনবহির্ভূত খাতের পিএমআই। বিশ্লেষকেরা মনে করছেন, ডিসেম্বর মাসে ফেডের নীতি সুদহার ঘোষণার আগে সোনার দাম বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই।
সোনার দাম হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ তা হলো, ডলারের বিনিময় হার। সোনার দাম আপাতত স্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি হলেও একটি কারণে দাম হঠাৎ কমে যেতে পারে। সেটা হলো, ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া। দ্য অ্যালয় মার্কেটের প্রধান নির্বাহী ব্র্যান্ডন অ্যাভেরসানো বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো মার্কিন ডলারের আবার শক্তিশালী হয়ে ওঠা। এতে সোনার চাহিদা কমে যেতে পারে। বিনিয়োগকারীরা তখন মার্কিন ডলারভিত্তিক বন্ডের দিকে ঝুঁকে পড়তে পারেন। সেটা হলে সোনার দাম আবার কমে যেতে পারে।
ভারতীয় বিশ্লেষক অনুজ গুপ্তের মতে, বছরের শেষ নাগাদ সোনার দাম ৪ হাজার ডলারেরও নিচে নেমে যেতে পারে। তিনি বলেন, সোনার দামে আরও সংশোধন আশা করছি আমরা। পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ৯০০ ডলারে নেমে আসতে পারে সোনার দাম। সেজন্য এই মুহূর্তে সোনায় বিনিয়োগের ব্যাপারে অতি সাবধানী হওয়ার পরামর্শ এই বিশ্লেষকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



