বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক মা দিবসে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই ফের কটাক্ষ শুরু হয়েছে শ্রাবন্তীকে নিয়ে।
এক নেটিজেন কটাক্ষ করে বলেন, এই ছবি ভাইফোঁটায় আপলোড করলে ভালো হত। অর্থাৎ তিনি অভিমন্যুকে শ্রাবন্তীর ভাই বলে কটাক্ষ করেন। আবার কেউ খোঁচা দিতে শুরু করেন অভিনেত্রীকে।
যদিও প্রত্যেকবারের মতো এবারও সমালোচকদের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।
ছেলের সঙ্গে আবেদনময়ী ভঙ্গিমায় ছবি তোলার জন্য এর আগেও একাধিক বার কটাক্ষের শিকার হয়েছেন কলকাতার জনপ্রিয় এই নায়িকা। কিন্তু প্রতিবারই তিনি চুপ থেকেছেন।
অভিমন্যু হচ্ছে শ্রাবন্তীর প্রথম সংসারের ছেলে। নায়িকার প্রথম স্বামী চলচ্চিত্র পরিচালক রাজিব বিশ্বাস। ২০০৩ সালে তাদের বিয়ে হয়। ডিভোর্স হয় ২০১৬ সালে। সেই রাজিবের ওরষেই জন্ম হয়েছিল অভিমন্যু ওরফে ঝিনুকের।
প্রথম সংসার ভাঙার পর আরও দুই বার বিয়ে করেন শ্রাবন্তী। রাজিবের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের বছরই নায়িকা বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। মাত্র কয়েক মাস টিকেছিল সে সংসার। এরপর গত বছর তিনি বিয়ে করেন বর্তমান স্বামী রোশন সিংকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


