বিনোদন ডেস্ক : সিক্য়ুয়ালের হিড়িক বলিউডে চেনা চিত্র। প্রফেশনাল গায়ক-গায়িকাদের টেক্কা দিয়ে ইদানিং কণ্ঠে সুর তুলছেন নায়ক-নায়িকারাই। এবার ‘বাথরুম সিঙ্গার’ হিসেবে দাবি করা আলিয়া ফের গাইছেন। ‘সড়ক’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, পূজা ভাট। এবার ‘সড়ক-২’ সিনেমাতেও দেখা যাবে তাদের। বাবার পরিচালনায় অভিনয়ও করবেন আলিয়া ভাট। আর মহেশ কন্যার বিপরীতে দেখা যাবে আদিত্য রায় কাপুরকে। যা দেখে বলিউডে গুঞ্জন তবে ‘ভাঁড়ার কি শূন্য পড়িয়াছে’?
১৯৯১ সালে তিনি নির্মাণ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘সড়ক’। সেই ‘সড়ক’ আবারও ফিরছে ‘সড়ক-২’ নামে। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর আবারও পরিচালনায় ফিরছেন পরিচালক মহেশ ভাট। শুধু ভাট কন্যাই নয় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আলিয়ার এক বোন অভিনেত্রী পূজা ভাটকে।
ফের গান গাইবেন আলিয়া। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, আগস্ট থেকে এই ছবির শুটিং শুরু হবে। ওই গানের মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি। আলিয়ার গলার পিচ ও ভয়েস মডুলেশন বোঝার জন্য আলিয়া পুরোনো গানটিই গেয়ে রেকর্ড করে পাঠিয়েছেন। মহেশ ভাটের পরামর্শ অনুসারে গানের লিরিক নতুন করে লেখা হবে। সেই নবনির্মিত গানেই ফের কণ্ঠ দেবেন আলিয়া। এবার আলিয়া কতটা সফল হন তা জানতে হলে আপাতত অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।