স্পোর্টস ডেস্ক : গোলাপি টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দেবে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। কলকাতার ইডেন গার্ডেনসের এই ম্যাচটির পাঁচ দিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় নিরাশ দর্শক। তাই টিকিটের অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে সিএবি।
ম্যাচের শেষ দুদিনের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিএবি জানিয়েছে, ইতিমধ্যে টিকিটের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা অনলাইনের মাধ্যমে যারা বুকিং দিয়ে শেষ দুই দিনের টিকিট কিনেছেন দ্রুতই তাদের টাকা ফেরত দেওয়া হবে।
সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘কোনো মৌসুমের টিকিট বিক্রির ক্ষেত্রে যদি একটি বলও খেলা হয় তাহলে টাকা ফেরত দেওয়া হয় না। কিন্তু আমরা এই টেস্টে ডেইলি বেসিসে টিকিট বিক্রি করেছি। এক্ষেত্রে নির্দিষ্ট দিন কোনো বল খেলা না হলে টাকা ফেরত দিতে হয়। ডেইলি টিকিট বিক্রির ক্ষেত্রে নিয়ম এটাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।