জুমবাংলা ডেস্ক : ঘন কুয়াশায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চালের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে গত সপ্তাহে মাঝেমধ্যে ফেরি চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে দৌলতদিয়ায় ১৬টি ফেরি চলাচল করছে।
শনিবার ঘাটে কয়েকটি ফেরিকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
সেখানে ফেরির পন্টুনে সাপ খেলা দেখান এক সাপুড়ে। অনেক যাত্রী সেই সাপ খেলা দেখে অলস সময় পার করেছেন বলে জানা গেছে।
সাপুড়ে সুমী বলেন, দৌলতদিয়া ঘাটে আমি বাসা ভাড়া করে স্বামী সন্তান নিয়ে দুই বছর ধরে থাকি। এখান থেকে ফেরির পন্টুনে ও ফেরিতে সাপ নিয়ে খেলা দেখিয়ে যা আয় হয়; তা-ই নিয়ে স্বামী-সন্তান নিয়ে খেয়ে পড়ে বেঁচে রয়েছি। সাপ খেলা দেখিয়ে প্রতিদিন ১২০০/১৫০০ টাকা আয় হয়। এখান সাপ খেলা শেষ করে মানিকগঞ্জের বাজারে যাবো বলে জানান তিনি।
ঘাটে অপেক্ষমান হাসনা হেনা ফেরিচালক রতন বলেন, কুয়াশার মধ্যে ঘাটে ফেরি চলাচল করলেও গাড়ির সংখ্যা কম। ফেরি থাকলেও যানবাহন তেমন নেই, তাই ফেরি থেকে নেমে একটু সাপ খেলা দেখে অলস সময় পার করছি।
যাত্রী আহম্মদ আলী জানান, এতো বড় সাপের খেলা আমি এর আগে কখনো দেখিনি, তাই সাপ খেলা দেখতে খুব ভালো লাগছে বলে জানান তিনি।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গত কয়েকদিন ফেরি চলাচল বন্ধ ছিলে। বর্তমানে দৌলতদিয়ায় ১৬টি ফেরি চলাচল করছে।
ফেরির সংখ্যা বেশি থাকায় ঘাটে যাত্রী ও যানবাহন আটকে নেই বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।