চীনা ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ের নতুন স্মার্টফোনগুলোতে প্রি-অ্যাপ ইনস্টল বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। সুতরাং আগে থেকেই আর ফেসবুক অ্যাপ ইনস্টল থাকবে না হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর এই ঘোষণা হুয়াওয়ের জন্য আরেকটি বড় ধাক্কা।
যদিও হুয়াওয়ের গ্রাহকরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসআপের মূল অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং নিয়মিত আপডেট দিতে পারবেন প্লে স্টোরের মাধ্যমে। কিন্তু প্রতিষ্ঠানটির ফোনগুলোতে টুইটারসহ অন্যান্য অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকতো। সেই তালিকা থেকেই এবার বাদ যাচ্ছে ফেসবুক।
হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন সরকারের যে নিষেধাজ্ঞা, তা কার্যকর করতে গুগলের চেয়ে একটু ব্যতিক্রম পথে হাঁটছে ফেসবুক।
বাজারে ও গ্রাহকের হাতে থাকা হুয়াওয়ের ফোনগুলোতে নিয়মিত নিরাপত্তা আপডেট দেয়া চালিয়ে যাবার জন্য প্রতিষ্ঠানটিকে সাময়িক লাইসেন্স দিয়েছে গুগল। এছাড়া এখনো স্টোরে আছে, বানানো হয়নি বা বিক্রি হয়নি এমন ফোনগুলোতেও গুগল সেবার অ্যাপ প্রি-ইনস্টল থাকবে। কিন্তু প্রতিষ্ঠানটির কারখানায় আছে এমন ডিভাইসগুলোতে ফেসবুক আর প্রি অ্যাপ ইনস্টল করতে দিবে না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel