ফেসবুক রিলসে বেশি ভিউ পেতে যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে ফেসবুকে জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে রিলস। রিলস হচ্ছে ছোট ছোট ভিডিওর একটি ফরম্যাট। এই রিলসের মাধ্যমে একজন কনটেন্ট নির্মাতা টাকা আয় করতে পারবেন। শুধু ফেসবুক নয় বর্তমানে ইনস্টাগ্রাম ও ইউটিউবে এই রিলস ফরম্যাটটি অনেক জনপ্রিয়।

রিলস ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা তাদের দর্শকদের কাছে খুব দ্রুত বার্তা বা কনটেন্ট পৌঁছে দিতে পারছেন। শুধু বিদ্যমান ফলোয়ারদের সঙ্গেই নয়, নতুন নতুন মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যও রিলস অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হয়ে উঠেছে।

বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের কনটেন্টগুলো ক্রস প্লাটফর্মে সাপোর্ট করে। যার কারণে ইনস্টাগ্রামের রিলসও আপনি ফেসবুকে দেখাতে পারবেন। রিলস একজন কনটেন্ট নির্মাতার ফেসবুক এংগেজম্যান্ট বাড়াতে অনেক সহায়তা করে।

দেখে নিন ফেসবুক রিলসে বেশি ভিউ পেতে যা করবেন-

১। চলমান কোনো জনপ্রিয় মিউজিক বা ট্রেন্ড খুঁজে বের করুন। মানুষ যেসব বিষয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ত বা সংযুক্ত অনুভব করেন, সেগুলো দেখার প্রতি তাদের আগ্রহ বেশি থাকে। ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে ট্রেন্ডিং বিষয়গুলো যুক্ত করে পোস্ট করুন।

২। একেক অ্যাকাউন্টের ফলোয়ার বেস একেকরকম। তাই শুধু ট্রেন্ড অনুসরণ করলেই চলবে না। আপনার কনটেন্ট সবাই দেখবে কি না তা আগে নিশ্চিত করুন। সে জন্য আপনার দর্শক কারা তা আগে বুঝুন এবং তাদের জন্য কোন ধরনের মিউজিক বা কন্টেন্ট কাজ করবে তা খুঁজে বের করুন।

৩। ক্যাপশন ব্যবহার করুন। আকর্ষণীয় ক্যাপশন সহজে দর্শকের দৃষ্টি কাড়ে। এছাড়া ক্যাপশন আপনার রিলের বিষয়বস্তু কি সেটিও দর্শককে বুঝতে সাহায্য করবে। তবে ভুয়া এবং বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার থেকে বিরত থাকুন। এটি আপনাকে প্রাথমিকভাবে কিছু ভিউ এনে দিলেও, দীর্ঘমেয়াদে আপনার সুনাম নষ্ট করবে।

৪। ভিডিওতে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগ কি-ওয়ার্ড সার্চের ক্ষেত্রে বেশ সহায়ক। তাই আপনার রিলটি কী কী বিষয় নিয়ে তৈরি তা দেখুন। তারপর সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্যাগ ব্যবহার করুন।

৫। রিল খুব বেশি দীর্ঘ করবেন না। মানুষ রিলস দেখেই মূলত এদের দৈর্ঘ্য অনেক কম হওয়ার কারণে। এটিই এর মূল বিশেষত্ব। তাই এটিকে দীর্ঘায়িত না করে দ্রুত মূল পয়েন্টে যান এবং কন্টেন্টের মূল বিষয়টি ব্যাখ্যা করুন। চেষ্টা করবেন ৭ থেকে ১০ সেকেন্ডের রিলস বেশি পোস্ট করার জন্যে।

৬। আপনার আশেপাশে ভালো লাইটিং বা আলোর ব্যবস্থা করুন। ভিডিওতে পর্যাপ্ত নান্দনিকতা আছে কি না তা নিশ্চিত করুন। কারণ মানুষ সুন্দর জিনিস দেখতে পছন্দ করে।

৭। রিলের কন্টেন্টের বিষয়বস্তুতে সময়ে সময়ে পরিবর্তন আনুন। বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট একঘেয়েমি দূর করার পাশাপাশি একটি বিস্তৃত পরিসরের দর্শক ধরতে সাহায্য করবে।

৮। ফুল স্ক্রিন ব্যবহার করুন। রিলের ভিডিওগুলো ৯:১৬ অনুপাতের হয়ে থাকে। তাই পুরো স্ক্রিন নিয়ে যেন আপনার কনটেন্ট দেখা যায় তা নিশ্চিত করুন।

৯। উচ্চ রেজোলিউশনের ভিডিও ব্যবহার করুন। কম রেজোলিউশনের ভিডিওর প্রতি মানুষের আগ্রহ কম থাকে।

১০। একটি আকর্ষণীয়, নজরকাড়া থাম্বনেইল ব্যবহার করুন। বেশিরভাগ মানুষই থাম্বনেইলে আকর্ষিত হয়ে কনটেন্টে ক্লিক করেন। তাই আপনার কনটেন্টে এনগেজমেন্ট বাড়ানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।