জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সাতকানিয়ায় আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (২৭) ও মো. শাহাদাত হোসেন (২২)। আজ রবিবার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের টেন্ডলপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মঞ্জিলের দরগাহ’র চর এলাকার টেন্ডল পাড়ার বাসিন্দা মো. আক্কাস সওদাগরের ছেলে তৌহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌহিদুল ইসলাম শান্ত নামে তার ব্যক্তিগত আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ব্যঙ্গাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর এবং সরকার বিরোধী নানা রকম উস্কানিমূলক পোস্ট দেয়। একই সঙ্গে তার আপত্তিকর এসব পোস্ট বিভিন্ন জনের আইডিতে শেয়ার করে।
এ বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ থানায় অভিযোগ দেন। এরই ভিত্তিতে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মো. সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ তৌহিদুল ইসলাম ও তার ছোট ভাই মো. শাহাদাত হোসেনকে আটক করে। পরে তারা দুজনের বিভিন্ন সময়ের ফেসবুক স্ট্যাটাস এবং ব্যবহৃত মোবাইল পর্যালোচনা করে ঘটনার সত্যতা যাচাই করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি, সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক এবং সরকার বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া এবং তা বিভিন্ন আইডিতে শেয়ার দেওয়ার বিষয়ে সত্যতা পায় পুলিশ। পরে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদি হয়ে তারা দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এরপর আটককৃত দুই ভাইকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য এবং সরকার বিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পরে তাদের ফেসবুক স্ট্যাটাস এবং মোবাইল ফোন পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার আদালতে হাজির করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।