গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, হাসান ফখরুল নামে একজন ব্যক্তি একই এলাকার অপর এক ব্যক্তির স্ত্রীকে জড়িয়ে নানা আজেবাজে কথা ফেসবুক পোস্টে লিখেছেন। পোস্টে দাবি করা হয়েছে- উল্লিখিত গৃহবধূ একজন পেশাদার যৌনকর্মী। বিষয়টি তাত্ক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করতে বলা হয়।
তিনি আরো বলেন, পুলিশের সহযোগিতার আশ্বাস পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।