ফোনে ভাইরাস শনাক্ত করার উপায় । স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এসব ফোনে নানান ধরনের অ্যাপস ব্যবহৃত হয়। অ্যাপসের হাত ধরে ফোনে ভাইরাস আক্রান্ত করতে পারে। ফলে ফোন হ্যাকও হতে পারে। তাই ফোনটিকে ভাইরাস মুক্ত করা জরুরি।
একটি ক্ষতিকর অ্যাপ থেকে বড় বিপদের মুখে পড়তে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা। তবে খুব সহজ একটি টিপসের মাধ্যমে সেই ক্ষতিকর অ্যাপ খুব সহজে ধরে ফেলতে পারবেন।
গুগল প্লে স্টোরের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন ফোনে কোনও ক্ষতিকর অ্যাপ রয়েছে কিনা।
অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকেই সমস্ত অ্যাপ ডাউনলোড করতে হয়। যদি কোনও ভুল অ্যাপ ইন্সটল হয়, তাহলে তা ফোনের ক্ষতি করতে পারে। তাই অ্যাপসগুলো সব সময় যাচাই করে ডাউনলোড করা উচিত। অনেক সময় বেশ কিছু অ্যাপ গোপনে ইন্সটল হয়ে থাকে ফোনে। তাই গুগল প্লে স্টোরে অবশ্যই সেটি স্ক্যান করে নেওয়া উচিত।
গুগল প্লে স্টোরে স্ক্যান করবেন কীভাবে?
গুগল প্লে স্টোর থেকে শুধু অ্যাপ ডাউনলোড করা নয়, কোনও গোপন অ্যাপ রয়েছে কিনা তাও জানা যায়। এর জন্য প্লে প্রটেক্ট নামের একটি ফিচার চালু করেছে গুগল। যা লাখ লাখ ইউজারদের ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচানোর কাজ করে। এই প্লে প্রটেক্ট ফিচারের মাধ্যমে পুরো স্মার্টফোন স্ক্যান করা যাবে। যদি কোনও ক্ষতিকর অ্যাপ থাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে।
❖ প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন
❖ তারপর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে
❖ এবার এখানে মেন্যু সেকশনে প্লে প্রটেক্ট (Play Protect) অপশন পাবেন
❖ ওই অপশনে ক্লিক করা মাত্রই স্ক্যানিং শুরু হয়ে যাবে
❖ স্ক্যানিংয়ে ফোনে কোনও ভাইরাস রয়েছে কিনা বা ক্ষতিকর অ্যাপ রয়েছে কিনা দেখা হবে
❖ যদি কোনও ক্ষতিকর অ্যাপ ন থাকে তাহলে সবুজ রঙে লেখা আসবে ‘No Harmful apps found’
❖ আর যদি ভাইরাস থাকে তাহলে স্ক্রিনেই ভেসে উঠবে সেই তথ্য
এভাবে খুব সহজে ফোনের হেলথ চেক আপ করাতে পারবেন। কারণ আজকাল সব রকম পরিষেবার জন্য অ্যাপ রয়েছে। সেগুলি উপভোগ করতে একের পর এক অ্যাপ ডাইনলোড হচ্ছে স্মার্টফোনে।
প্রেমিকের সঙ্গে পালানোর ২০ দিন পর স্বামীর ঘরে প্রবাসীর স্ত্রী
এর মধ্যে কোন অ্যাপ আপনার ফোনের বারোটা বাজাচ্ছে তা চট করে বোঝা যায় না। তাই গুগল প্লে প্রটেক্ট স্ক্যান করার সেই কাজ সহজ করে দেয়। তাই অবশ্যই প্লে স্টোরে গিয়ে এটি করতে ভুলবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।