লাইফস্টাইল ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। সবার হাতে থাকা স্মার্টফোনের ভালো ব্যাটারি ব্যাকআপটাও সবাই প্রত্যাশা করেন।
কিন্তু বিভিন্ন অ্যাপস ব্যবহারের কারণে দ্রুতই ফুরিয়ে যায় চার্জ।
আবার কখনও কখনও চার্জ দেওয়ার পর একদমই চার্জ থাকে না ফোনে। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীকেই এ ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। তবে ফোনের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘসময় পেতে যে কাজগুলো করতে পারেন।
লোকাল চার্জার ব্যবহার না করা
ফোনের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ পেতে লোকাল চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন।এতে স্মার্টফোনের ব্যাটারির পাওয়ার কমতে থাকে।ক্রমাগত এই কাজ করতে থাকলে ব্যাটারির বড় ধরনের ক্ষতি হয়।নষ্ট হয়ে যেতে পারে ফোনের মাদার বোর্ডও।তাই ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে লোকাল চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন।
বারবার ফোন চার্জ করা
অনেককেই বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় বলে সুযোগ পেলেই মোবাইল ফোনে চার্জ দিতে থাকেন। বারবার চার্জ দেওয়ার ফলে ব্যাটারিতে প্রেসার পড়ে। তাই ফোনের ব্যাটারি লেভেল ৩০ শতাংশ হলে ফোন চার্জ করতে পারেন। এতে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে।
ফাস্ট চার্জার ব্যবহার না করা
দ্রুত চার্জের আশায় আমরা অনেকেই ফাস্ট চার্জার ব্যবহার করে থাকি। কিন্তু এতে অনেক সময়ই ব্যাটারি ব্যাকআপ কম হয়। যা ব্যাটারিকে ড্যামেজ করে দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।