বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শুরুতে হয়তো চমকে উঠেছেন শিরোনাম দেখে, ৩৭০০ টাকায় আবার ফোরজি ফোন কিভাবে সম্ভব। হ্যাঁ, এটাই সত্য- কমদামে ফোরজি কানেক্টিভিটিযুক্ত ফোন দিচ্ছে চীনা প্রতিষ্ঠান আইটেল। তবে এটি স্মার্টফোন নয়, ফিচার ফোন। আইটেল ম্যাজিক এক্স প্রো ফিচার ফোনেই থাকছে ফোরজি কনেকশনসহ একাধিক ফিচার।
ফোরজি কানেক্টিভিটিযুক্ত এই ফিচার ফোনে বাংলা, ইংরেজি, হিন্দিসহ ১২টি ভাষা ব্যবহারের সুযোগ রয়েছে।
২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লের এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ২,৫০০ এমএএইচ। এতে থাকছে ডুয়াল ৪জি ভিওএলটিই। কিং ভয়েস অ্যাসিস্ট্যান্সসহ ফোনে রয়েছে আটটি প্রিলোডেড গেম। ব্যবহারকারীরা কথোপকথনের জন্য ফোনে লেটসচ্যাট নামের চ্যাট গ্রুপ তৈরি করতে পারবেন। থাকছে হাইস্পিড হটস্পট কানেকশন, যার মাধ্যমে ৮টি ডিভাইস সংযুক্ত করা যাবে।
আইটেলের এই ফোরজি ফিচার ফোনে রয়েছে একটি সিঙ্গেল ভিজিএ রিয়ার ক্যামেরা।
নীল এবং কালো রঙের ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭০০ টাকা।
ক্লাসের হোমওয়ার্ক থেকে পরীক্ষা দেয়া, আসলে যা করছে আলোচিত চ্যাটজিপিটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।