স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের ধনী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চলতি বছরের জুন মাসে ম্যাগাজিনটি ধনকুবেরদের এই তালিকা প্রকাশ করে।
ফোর্বসের নিরীক্ষায় গত এক বছরে সবচেয়ে বেশি ধন-সম্পদ উপার্জন করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
২০১৮ সালের জুন থেকে ২০১৯ এর জুন পর্যন্ত মেসির বাৎসরিক আয় ১২৭ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১১০০ শ কোটি টাকার সমান। লিওনেল বর্তমানে স্প্য্যানিশ ক্লাব বার্সেলোনায় চুক্তিবদ্ধ এবং তার আয়ের প্রায় ৪ ভাগের ৩ ভাগ বেতন আসে ক্যাটালানের এই ক্লাব থেকে। লিওনেল গত এক বছরে বার্সা থেকে ৯২ মিলিয়ন ডলার কামিয়েছেন। এছাড়া বাকি ৩৫ মিলিয়ন ডলার পেয়েছেন বিভিন্ন কোম্পানীর স্পন্সরশীপ থেকে।
অ্যাডিডাস, স্যামসাং, জিলেট, পেপসি এবং হুয়াওয়েসহ কয়েকটি বহুজাতিক কোম্পানির সাথেও মেসি চুক্তিবদ্ধ। তার ওই ৩৫ মিলিয়ন ডলারের মধ্যে প্রায় ১২ মিলিয়ন ডলারই পেয়ে থাকেন অ্যাডিডাস থেকে।
খবর : ইএসপিএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।