ফোল্ডিং স্মার্টফোন দুনিয়ায় চমক নিয়ে আসছে Oppo, লঞ্চের আগেই ফিচার ফাঁস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাসখানেক আগেই চীনা জোড়া ফোল্ডিং ফোন লঞ্চ করেছিল Oppo। গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Oppo Find N2 ও Oppo Find N2 Flip। এবার বিশ্বের অন্যান্য দেশে এই ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিন চীনা সংস্থাটি। সম্প্রতি FCC ডেটাবেস ওয়েবসাইটে এই ফোনগুলি দেখা গিয়েছে।
এছাড়াও Bluetooth SIG লিস্টিংয়েও এই ফোনের উপস্থিতি পেয়েছেন নেটিজেনরা। কিন্তু এবার GeekBench ওয়েবসাইটে এই ফোন খুঁজে পাওয়া গিয়েছে। ফলে প্রকাশ্যে এসেছে এই ফ্লিপ ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। লঞ্চের পরে Samsung Galaxy Flip সিরিজের ফোনগুলিকে চ্যালেঞ্জের সম্মুখীন করবে চীনা ফোনটি।
91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে CPH2437 মডেল নম্বরে Oppo Find N2 Flip ফোনের গ্লোবাল ভেরিয়েন্টের উপস্থিতি দেখা গিয়েছে। GeekBench ওয়েবসাইট থেকে ফাঁস হওয়া রিপোর্টে জানা গিয়েছে সিঙ্গেল কোর টেস্টে এই ফোন 873 স্কোর করেছে। এছাড়াও মাল্টিকোর টেস্টে এই ফ্লিপ ফোনের স্কোর 3,139। তবে পরে অন্য এক টেস্টে একই ফোনে এই দুই টেস্টে যথাক্রমে 906 ও 3,132 স্কোর করেছে।
এই স্কোর Snapdragon 8 Gen 2 চিপসেটের ফোনগুলি থেকে অনেকটাই কম। কারণ এই চিপসেটের ফোন iQoo 11 5G সম্প্রতি GeekBench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে 1,453 ও মাল্টিকোরে 4,681 স্কোর করেছিল। অর্থাৎ Oppo Find N2 Flip গ্লোবাল ভেরিয়েন্টে ব্যবহার হতে পারে MediaTek Dimensity 9000+ চিপসেট। GeekBench ওয়েবসাইট থেকেই জানা গিয়েছে এই ফোনের প্রসেসরে সর্বোচ্চ 3.2 GHz ক্লক স্পিড পাওয়া যাবে। সঙ্গে থাকবে 8 GB RAM। এছাড়াও এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেম চলবে।
15 ডিসেম্বর চীনে লঞ্চ হয়েছিল Oppo Find N2 Flip সিরিজের ফোনগুলি। এই ফোনের দাম শুরু হয়েছে চীনা মুদ্রায় 5,999 ইউয়ান (প্রায় 71,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে ছিল 8 GB RAM ও 256 GB স্টোরেজ।
এই ফোনে রয়েছে MediaTek Dimensity 9000+ চিপসেট, LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে 6.8 ইঞ্চি FHD+ AMOLED ফোল্ডিং ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এছাড়াও ফোনের বাইরের দিকে রয়েছে 3.62 ইঞ্চি কভার ডিসপ্লে। ফোনের নোটিফিকেশন ও টুকটাক কাজ এই ডিসপ্লে থেকেই করে নেওয়া যাবে। 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গেই থাকছে 32 MP সেলফি ক্যামেরা। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে 4,300 mAh ব্যাটারি রয়েছে। ফোনটিতে রয়েছে 44 W ফাস্ট চার্জিং সাপোর্ট।
সূত্র: এই সময়
১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রেডমির চেয়েও সস্তা ফোন আনছে ওয়ানপ্লাস!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।