ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা মার্কেটে দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে স্মার্টফোন মার্কেটে এটিকে একটি নতুন ও আকর্ষণীয় ট্রেন্ড বলা যেতে পারে। ২০২১ থেকে ২২ সালের মধ্যে ১০ মিলিয়ন ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি করা হয় যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়।
আজকের আর্টিকেলে আলোচনা করা হবে একটি ফোল্ডেবল স্মার্টফোন কেনার আগে আপনার যেসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।
একটি ফোল্ডেবল স্মার্টফোন সব সময় টেকসই নাও হতে পারে। ভাঁজ করার স্থানটি পাতলা গ্লাসের হলে তা ভেঙ্গে যাওয়া অস্বাভাবিক নয়। কারণ বেশি চাপ পড়লে গ্লাসের তৈরি যে কোন কিছুই ভেঙ্গে যেতে পারে। samsung এর সর্বশেষ বের হওয়া ফোল্ডেবল স্মার্টফোনে আলট্রা থিন গ্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির মাঝখানে ক্র্যাক খুঁজে পাওয়া যায়। এর ফলে অনেক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে এরকম অবস্থায় যেন ওয়ারেন্টি সেবা পেতে পারেন এ বিষয়টি নজরে রাখা উচিত।
ফোল্ডেবল স্মার্টফোনের মাঝখানে ভাঁজ এর দাগটি আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। অনেক ক্ষেত্রে ভাঁজটি বেশি চোখে লাগায় কাস্টমারদের কাছে ফোল্ডেবল হ্যান্ডসেটের গুরুত্ব কমে যায়। বর্তমানে স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানি চেষ্টা করছে তাদের স্মার্টফোন যেন সুন্দর করে ভাঁজ হয়ে আসতে পারে ও মাঝখানের দাগটি যেন বোঝা না যায়।
আপনি samsung এর কাস্টমার কেয়ার সার্ভিস সব সময় ভালো নাও পেতে পারেন। এরকম ঘটনা ঘটেছে যে স্যামসাং ডিভাইসে কোন সমস্যা হওয়ার পরে তা কাস্টমার কেয়ার এ ওয়ারেন্টি সার্ভিস পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল কাস্টমার সার্ভিসে সময় মত ফিডব্যাক পেতে ঝামেলা পোহাতে হয়।
ফোল্ডেবল স্মার্টফোনটি সাইজে বড় হওয়া সত্বেও শক্তিশালী ব্যাটারি দেওয়া হয় না। যেমন samsung ফোল্ডেবল স্মার্টফোনে ৪৪০০ মেগাহার্জের ব্যাটারি দেওয়া হয়েছে। অবশ্য বর্তমানে ভাঁজবিহীন নরমাল ফোনেই পাঁচ হাজার মেগাহার্জের উপরে ব্যাটারি প্রয়োজন হচ্ছে।
কাজেই আপনি যখন ফোল্ডেবল স্মার্টফোন ক্রয় করতে যাবেন তখন সেটি কতটা টেকসই, ডিসপ্লেতে কোন সমস্যা আছে কিনা বা আপনার বাসার নিকটেই কাস্টমার সার্ভিস পাবেন কিনা এবং ব্যাটারি কতটা শক্তিশালী ইত্যাদি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।