ফ্যানের বিদ্যুৎ খরচ বের করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : বাসা-বাড়িতে ফ্যান চালানোর ফলে মানুষের ধারণা অনুযায়ী বিল আসছে কিনা তা খুব সহজেই বের করা যায়।

এই গরমে সাধারণত ফ্যান চালানো ছাড়া উপায় থাকে না। তবে বিদ্যুৎ বিল আসার পর ফ্যানের ঠান্ডা বাতাসেও হিসাব মেলানো যায় না, এত বিদ্যুৎ খরচ কোথায় হয় সেই প্রশ্নের। সবার মনে একটা বদ্ধ ধারণা থাকে, ফ্যান চালানোর কারণেই এই অতিরিক্ত খরচ আসছে। তবে খুব সহজেই গাণিতিক হিসাবের মাধ্যমেই বের করে ফেলা যায়, কত খরচ হচ্ছে বাসাবাড়ির ফ্যান চালানোতে।

সাধারণত সিলিং ফ্যান একটানা অনেক সময় ধরে চলে, তাই এই ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াটের শক্তিতে তৈরি করা হয়। এখন বাসাবাড়িতে যদি প্রতিদিন ১০ ঘন্টা করে একটি ফ্যান চলে আর ফ্যান যদি ৭০ ওয়াটের হয়ে থাকে, তাহলে (৭০x১০০)=৭০০ ওয়াট বা ০.৭ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়।

এবার ইউনিটপ্রতি বিদ্যুৎ বিল ৭ টাকা ৫০ পয়সা হলে প্রতিদিন ১০ ঘন্টায় সেই ফ্যান (৭.৫০x০.৭)=৫.২৫ বা ৫ টাকা ২৫ পয়সা করে খরচ হয়। তাহলে মাসে সেই ফ্যানের জন্য বিদ্যুৎ বিল আসে (৫.২৫x৩০)=১৫৭.৫ বা ১৫৭ টাকা ৫০ পয়সা।

একই হিসাবে ১০০ ওয়াটে ফ্যানের জন্য এই মাসিক খরচ দাঁড়াবে ২২৫ টাকা। আবার বাজারে অনেক কম ওয়াটের ফ্যানও পাওয়া যায়, যার জন্য বিদ্যুৎ বিলও তুলনামূলকভাবে কম আসে।