শরত বিদায় হতে না হতেই হেমন্ত যেন জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। প্রকৃতির এই রূপ সবাই পছন্দ করে। ঘুরে বেড়ানোর জন্য শীত–পূর্ব এই সময়ই থাকে অনেকের পছন্দে। তাই প্রস্তুতিস্বরূপ দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট থেকে তাদের স্টাইলিশ ও স্বস্তিদায়ক পোশাকগুলো একবার দেখতে পারেন।
যান্ত্রিকতায় আচ্ছন্ন এই জীবনে সব সময় সুযোগ আসে না ঘুরে বেড়ানোর। তবু বছর শেষে যখন একটু–আধটু অবসরের দেখা পাওয়া যায়, তখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরাই যায়। তবে ঘুরতে যাওয়ার আগে চাই সঠিক প্রস্তুতি। বছরের এই সময়ে আবহাওয়ার তারতম্য লক্ষ করা যায়। শরত শেষে হেমন্তর আগমন হয়েছে। কিছুটা গরম থাকলেও হালকা শীতের বাতাস ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে। তাই এই সময়ে ভ্রমণের পোশাকটাও হওয়া চাই স্টাইলিশ ও আরামদায়ক।
ঘুরতে যাওয়ার সময় অনেকেই বুঝে উঠতে পারেন না কোন পোশাক পরবেন আর কোনটা নয়! লম্বা ভ্রমণযাত্রা, সারা দিন ঘুরে বেড়ানো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আবহাওয়া উপযোগী পোশাক প্রয়োজন। এর সহজ সমাধান দিয়েছে দেশিয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। ব্র্যান্ডটির কালেকশনে স্টাইলিশ ও স্বস্তিদায়ক ফেব্রিকে তৈরি পোশাক আছে, যা যেকোনো জায়গায় বেছে নেওয়া যাবে।
মেয়েদের জন্য সালোয়ার–কামিজ, কুর্তি, টপ, টিউনিক, কাফতানের মতো পোশাকের সম্ভার আছে। পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকে করা হয়েছে। সঙ্গে পরিমিত অর্নামেন্টেশন ও উপস্থাপনায় রয়েছে বৈচিত্র্য। অনেক মেয়েরাই ভ্রমণে আকর্ষণীয় ছবি তুলতে কিংবা মনের আনন্দেই বেছে নেয় শাড়ি। ব্র্যান্ডটির কালেকশনে আছে ঋতু উপযোগী ফেব্রিকে তৈরি শাড়িও।
অন্যদিকে ছেলেদের জন্য এই কালেকশনে আছে ডেনিম শার্ট, ফুল স্লিভ স্মার্ট ক্যাজুয়াল শার্ট, শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট ও ফুল স্লিভ ফতুয়া। ছেলে ও মেয়ে শিশুদের জন্যও আছে আকর্ষণীয় আয়োজন। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে নতুন কালেকশনের জুয়েলারি সামগ্রী ছাড়াও মিলবে নানা অনুষঙ্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।