‘ফ্রি’র জমানা শেষ, ফেসবুক, ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজের সুবিধা চালু
জুমবাংলা ডেস্ক: অনেক দিন ধরেই ফেসবুক ও ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গত ১৯ ফেব্রুয়ারি গুঞ্জন নিশ্চিত করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পেতে পারবেন বলে ঘোষণা করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হলো এই সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজের সুবিধা চালু করেছে মেটা। পরীক্ষামূলক এ উদ্যোগের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট ফি দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ ডলার ৯৯ সেন্ট এবং আইওএস সংস্করণে ১৪ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তা সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীর।
পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় দেশ দুটিতে আগে থেকে ব্লু ব্যাজ পাওয়া ব্যবহারকারীদের কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আগের ব্লু ব্যাজধারীরা এই সাবস্ক্রিপশনের আওতায় কীভাবে পড়বেন, তাদের কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং আরও কতদিন তারা বিনামূল্যের ব্লু ব্যাজ ধারণ করতে পারবেন— এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি জাকারবার্গ। মেটা এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, টুইটারের মালিক ইলন মাস্কের দেখানো পথেই হাঁটতে পারেন জাকারবার্গ।
এর আগে, ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। মাসিক ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিতে পেরেছেন। শুরুতে শুধুমাত্র অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হলেও কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হয়েছিল সেবাটি।
ব্লু টিক সেবা চালুর কিছুদিনের মধ্যেই এটি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গত ১১ নভেম্বর টুইটার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। পরবর্তীতে এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোর জন্য ধূসর রঙের আলাদা ‘অফিশিয়াল’ ব্যাজের ঘোষণা দেয় টুইটার।
ধারণা করা হচ্ছে, টুইটারের নেওয়া বাকি সিদ্ধান্তগুলোর সঙ্গেও মেটার পরবর্তী সিদ্ধান্তগুলোর মিল থাকবে। এতে করে যাদের এখন ব্লু ব্যাজ রয়েছে তাঁদের ব্যাজ ধরে রাখতে হলে নিয়ম মেনে টাকা দিতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে টুইটারের মতোই আলাদাভাবে চিহ্নিত করার ব্যবস্থাও থাকতে পারে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.