হেলাল উদ্দিন: চাঁদপুরের পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন জনপ্রিয় রাজনৈতিক। চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। সপরিবারে বেড়াতে এসেছিলেন ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্পে। উপভোগ করেছেন দক্ষিণে দিগন্ত ছোঁয়া ডাকাতিয়া নদীর তীরে রিভার ভিউ ক্যাফেতে বসে নদীর সৌন্দর্য।
আকর্ষনীয় চেহারা। হাসি খুবই সুন্দর এবং অকৃত্রিম। সহজে যে কাউকে হাসিমুখে আপন করে নেন। বিকাল থেকে সন্ধা পর্যন্ত কয়েক ঘন্টা দু’সন্তান আর সহধর্মিণীকে নিয়ে পুরো বাগান আর নদীর তীর ঘুরে বেড়িয়েছেন তিনি। বিশেষ করে ডাকাতিয়া নদীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন। নদীর তীরে রিভার ভিউ ক্যাফের ভাসমান ডেকে বসে ফুচকা খেয়েচেন। আমাকেও খাইয়ে দিয়েছেন। তার বিনয় আর ভালোবাসায় মুগ্ধ আমি।
চাঁদপুর শহরেরই সন্নিকটে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে অভিভূত মেয়র দুঃখ প্রকাশ করে বলেছেন, আপনার প্রকল্পের এত সুনাম শুনেছি। আরও আগেই আসার ইচ্ছা ছিল। ব্যস্ততার জন্যে আসতে পারিনি। ফ্রুটস ভ্যালি এগ্রোর দক্ষিনে বিশাল ডাকাতিয়া নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে পরিকল্পিত পর্যটন এলাকা করার সম্ভাবনার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। আমি বলেছি, ভালো বিনিযোগকারী এগিয়ে আসলে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তিনি কথা দিলেন, জাপানিজ বিনিয়োগকারীদের নিয়ে আসার চেষ্টা করবেন। বিশেষ করে প্রকল্পের পূর্বে বিশাল খালি জায়গায় আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হতে পারে বলে আগ্রহ প্রকাশ করেন। এভাবে প্রকল্প সম্প্রসারন করলে লাভজনক বিনিয়োগের বড় সম্ভাবনা সৃষ্টি হবে বলেও আমাকে উৎসাহিত করেছেন।
তরুণ এই মেয়র দখিনের ডাকাতিয়া নদীর অপার সৌন্দর্য আর বাগানের প্রাকৃতিক রুপের প্রশংসা করেছেন বারবার।
এরপর পাশেই প্রতিষ্ঠিত পরিবেশবান্ধব প্রিমিয়াম ইকো ব্লকস কারখানা দেখে অভিভূত হন। পুরো প্রকল্প এবং উৎপাদিত বিভিন্ন কংক্রিট পণ্যের বহু উপকারী ব্যবহার জেনে এবং পন্যের যথাযথ মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চাঁদপুরে সম্পূর্ণ অটোমেটিক কংক্রিট ব্লক উৎপাদন কারখানা গড়ে উঠেছে বিষয়টি এতদিন তার অজানা ছিল। তিনি কথা দিয়েছেন, সরকারের আইন অনুযায়ী পৌর এলাকার সব ধরনের উন্নয়ন কাজে কংক্রিট ব্লকসহ বিভিন্ন ধরনের পেভার, রোড ডিভাইডার, ইন্টারলক ব্লক, সলিড ব্রিক ইত্যাদি পন্য ব্যবহার উৎসাহিত করবেন। উল্লেখ্য, চলতি অর্থ বছরে সরকারের সকল উন্নয়ন এবং সংস্কার কাজে ইটের বদলে ৬০ শতাংশ কংক্রিট ব্লক ও অন্যান্য পন্য ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
প্রকৃতির ভালোবাসা মেয়র পরিবারকে সন্ধ্যে পর্যন্ত আটকে রাখলো। ভাবী বিদায় নিতেই চাচ্ছিলেন না। অতঃপর বলেই ফেললেন, এত সুন্দর মনমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ। বারবার আসবো।
চারিদিকে পাখির কোলাহল দেখে মেয়র সাহেব আরও মুগ্ধ। বিশেষ করে ফ্রুটস ভ্যালি এগ্রোর বিদেশি আমের ফলন দেথে তারা বিষ্মিত হন। অজানা বিদেশী গাছপাকা আম ধরে বারবার ছবি তুলেছেন। দুষ্প্রাপ্য আইএসআইএস হলুদ ড্রাগন বাগানে এসে অবাক বিষ্ময়ে তাকিয়ে ছিলেন। বিশ্বখ্যাত ড্রাগন চাঁদপুরের মাটিতে হচ্ছে। যখন শুনলেন এই বাগানে রয়েছে ৭৭ প্রজাতির বিদেশী ফল তখন তিনি আরও অবাক হলেন। আমার সাফল্য কামনা করে বিদায়কালে আন্তরিকভাবে বুকে জড়িয়ে ধরেন। কথা দিয়েছেন, বিপদে আপদে, ভালো মন্দে সব সময় আমার পাশে থাকবেন। একই সাথে দাওয়াত দিয়ে বললেন পরবর্তীতে যখন আবার চাঁদপুর আসব তার বাসায় লাঞ্চ বা ডিনার করতে হবে। তার অভাবনীয় আন্তরিকতা ও বিনয়ে আমার চোখে পানি চলে আসে।
ধন্যবাদ মেয়র জিল্লুর রহমান (জুয়েল)। আপনার পরিবারের জন্যে ফ্রুটস ভ্যালি এগ্রোর দরজা সব সময় খোলা থাকবে।
হেলাল উদ্দিন: উদ্যোক্তা, ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্প
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।